পঞ্চগড় বা ঐ দিকের মানুষ বেশ ভালো শীত অনূভব করছে। এখন খুব ভোরে উঠলে শীতের দারুণ একটা আমেজ পাওয়া যায়। বোঝা যায় শীত অতি নিকটে। ঢাকায় প্রায় সব জায়গাই এখনই ভাপা পিঠা তৈরি করে বিক্রি করছে। তবে শীতের পিঠা খাওয়ার পুরোপুরি সময় এখনও আসেনি। ভালো লাগল আপনার পোস্ট টা পড়ে।