যেখানে হৃদয়, বুদ্ধিকে ছুটি দেয়,
আর চোখ বুজে বিশ্বাস করে
দারুণ বলেছেন দিদি। সত্যি প্রেম করতে হলে বুদ্ধিকে ছুটি দিতে হয় আর চোখ বন্ধ করে সব বিশ্বাস করতে হয় হা হা। বিবেক খাটিয়ে কখনও প্রেম হয় না। খুব সুন্দর ছিল আপনার লেখা কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।