শুভ জন্মদিন টিনটিন সোনা। (খোলা চিঠি )|| Happy birthday TinTin 🎉

in আমার বাংলা ব্লগlast year
শুভ জন্মদিন টিনটিন সোনা

tintin_b.png

ব্যানার ক্রেডিট সিয়াম ভাই

শুভ জন্মদিন টিনটিন সোনা 🫶❤️
সৃষ্টিকর্তা তোমাকে নেক হায়াত দান করুন এবং হৃদয়বান মানুষ হিসেবে কবুল করুন 🤲

সময়গুলো বড্ড তাড়াতাড়ি দৌড়ে চলে। গত তিন বছর আগেও তোমাকে দেখেছি ছোট্ট, আজ জীবনের আরো একটি বছর পার করে বাড়ন্ত বয়সে পা দিয়েছো। বাবা মায়ের স্বপ্ন মানুষ হিসেবে গড়ে উঠবে, সেই সাথে আমাদের স্বপ্ন ঠিক বাবার মতো হৃদয়বান মানুষ হবে। দেখতে দেখতে তুমি বড় হয়ে উঠবে, সেইসাথে তোমাকে ঘিরে স্বপ্নগুলো ডানা মেলে উড়তে চাইবে। আমরাও মন থেকে দোয়া করি দিকবিদিক ছুটে চলুক তোমার ঐ ছোট্ট কোমল হৃদয়ের দুরন্তপনা, আর মায়ের সাথে থাকুক মিষ্টি আহ্লাদিপনা।

বেড়ে ওঠো তুমি পরম যত্নে, ছড়িয়ে থাকুক চারিদিক আলোক আর রত্নে। দূরে সরে যাক, বহুদূরে সমস্ত কষ্ট, ক্লান্তি আর ক্লেশ। একটু একটু করে গেঁথে নাও মানবিকতার বীজ তোমার হৃদয়ের গভীরে। যেখানে বেড়ে উঠবে, বিশুদ্ধতা, বিশ্বস্ততা আর ভালোবাসার এক স্বপ্ন বৃক্ষ।

এক হৃদয়বান ব্যাক্তির সন্তান তুমি, যার ছায়ার শীতলতায় আর আদরে হচ্ছো বড়। বেড়ে উঠো আর বড় হয়ে উঠো ঠিক বাবার মতো। নিশ্চয়ই তোমার ঘিরে দেখা স্বপ্নগুলো বাস্তবায়ন ঘটাবে আর ধীরে ধীরে উপরে উঠবে সফলতার এক একটি সিঁড়ি। যদি কখনো পা পিছলে যায়, মনে রেখো আঁকড়ে ধরার শক্ত কিছু হাত রয়েছে, যেই হাত তোমায় ঠিক দোয়া করার জন্য।

পৃথিবীটা বড্ড গোলমেলে আর কন্টকাকীর্ন, তবুও তোমায় পথ চলতে হবে খুব সাবধানে। মাঝে মাঝে চারিদিক আঁধার ছেয়ে যাবে, তবুও বলি ভয় পেয়ো না আলোক মশাল হাতে পাহারায় থাকবো আমরাই। এগিয়ে যাওয়ার সময় পেছন ফিরে তাকাবে না কারন পেছনে পরে থাকবে অজস্র ব্যার্থ মানুষ, তাই তোমায় বলি এগিয়ে যাও নির্ভয়ে দূর্বার গতিতে। জানি তুমি পারবে, পারবেই আগামীর হাল ধরতে। নরম সবুজ গালিচা তোমার তরে, পরম স্নিগ্ধতার উষ্ণতা তোমার তরে, একরাশ দুধ সাদা মিষ্টি ফুলের সৌরভ তোমার তরে।

শুভ জন্মদিন টিনটিন 🫶❤️



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 last year 

টিনটিনকে শুভেচ্ছা বার্তা দেওয়ার মধ্য দিয়ে আপনি সুন্দর কয়েকটি বার্তা পৌঁছে দিলেন। সার্বিক মেসেজটি ভীষণ সুন্দর লাগলো। আজ টিনটিনের জন্মদিনে আমার তরফ থেকেও তাকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পৌঁছে দিলাম আপনার পোষ্টের মধ্যে দিয়েই। সকলে মিলে আমরা তার একটি সুন্দর ও সুস্থ জীবন প্রার্থনা করি।

 last year 

প্রথমেই টিনটিন বাবুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনার লেখা খোলা চিঠি পড়ে ভীষণ ভালো লাগলো। টিনটিন বাবু যদিও এখন ছোট। তবে যখন বড় হবে এসব লেখা গুলো পড়বে আশাকরি তার কাছে ভীষণ ভালো লাগলো। গভীর থেকে লেখা গুলো লেখার চেষ্টা করেছেন। দোয়া করি টিনটিন বাবু যেনো দাদা বৌদির আদর্শে বড় হয়ে উঠতে পারে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

শুভ জন্মদিনে টিনটিন বাবুর উদ্দেশ্যে আপনার খোলা চিঠি পড়ে খুবই ভালো লাগলো। টিনটিন বাবুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। দুয়া করি বাবা মায়ের আদর্শে ভালো মানুষ হয়ে বড় হবে। আপনি খোলা চিঠিটি মনের গভীর থেকে লেখার চেষ্টা করেছেন ভাই। আপনার জন্যও শুভকামনা রইল।

 last year 

টিনটিন বাবুর জন্মদিনে আপনার লিখা খোলা চিঠির মাধ্য দিয়ে বেশ কিছু বার্তা দিয়েছেন। হ্যা আমরা সবাই আছি টিনটিন বাবুর জন্য। তেমন কিছু যদিও করতে না পারি। আমাদের দোয়া সব সময় টিনটিন এর সাথে আছে। যাতে সে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। বেশ ভালো লিখেছেন ভাই। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য ।

 last year 

অনেক ধন্যবাদ আপু।
আমরা সবাই টিনটিন বাবুর জন্য দোয়া করি।

 last year 

টিনটিনের জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা মাখা খোলা চিঠিটি খুব ভালো লাগলো পড়ে। টিনটিন আর টিনটিনের মতো সব সোনামণিরা নতুন দিনের আলোর শিখায় বড় হয়ে উঠুক।কোন জড়তা,কাঁটা যেনো ওদের চলার পথকে আটকে না রাখতে পারে।আমরা পেছনে থেকে ওদের চলার পথটাকে মসৃন করে দেব।ধন্যবাদ ভাইয়া সুন্দর মনের অনুভূতি নিয়ে খোলা চিঠিটি তুলে ধরার জন্য।

 last year 

খুবই চমৎকার করে টিনটিনের শুভেচ্ছা বার্তা খোলা চিঠির মাধ্যমে দারুন দারুন কিছু মেসেজ দিয়েছেন। পুরো চিঠিটি পড়ে আবেগে আপ্লূত হয়েছিলাম। সর্বোপরি সময়ের সাথে সাথে টিনটিন বেড়ে উঠছে। ওর জন্য মন থেকে দোয়া করি ও যেন মানুষের মতো মানুষ হতে পারে।

 last year 

আসলে মন থেকে অনেক ব্যাপার গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমরা সবাই টিনটিনের জন্য দোয়া করি সবসময়ই।