আসলে কর্পোরেট লাইফ এ বেটার অপশন খুঁজে পেলে নির্দ্বিধায় চাকরি পরিবর্তন করা উচিত। আপনার কলিগ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনারাও তাকে সমর্থন করেছেন এটাই সব থেকে বড় বিষয়।
তবে বিদায় জিনিসটা সবসময়ই অনেক কষ্টের এবং আবেগ ঘন জায়গা। আপনারা হাসিমুখে প্রিয় কলিগকে বিদায় দিলেন এটা সত্যিই স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। অনেক ধন্যবাদ আপু চমৎকার অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
বিদায় সবসময়ই বেদনাদায়ক । তবুও হয়তো কারোর ভালোর জন্য হাসিমুখেই বিদায় জানাতে হয়। এটাই নিয়ম।