আপনার দিনশেষে ঝুলিতে কতগুলো সার্টিফিকেট আছে, এটা তেমন কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে, দিনশেষে আপনার পকেটে কতোটা টাকা আছে এটাই হচ্ছে বড় ব্যাপার।
এটা কিন্তু একদমই খাঁটি কথা। টাকা এখন বড় একটা গুরুত্ব বহন করে। যাক আপনার বন্ধুটির জন্য সত্যিই গর্ব বোধ হচ্ছিল। খুব বেশি দূর পড়াশোনা না করেও বেশ এগিয়ে গিয়েছেন এবং নিজের একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন। আর সেখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
আপনার পুরো পরিবারকে আবারো একসাথে দেখে ভালো লাগলো। দোয়া রইল পুরো পরিবারের জন্য।