You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৩

in আমার বাংলা ব্লগ2 years ago

ওগো প্রিয়তমা,
তুমি কি আমায় ভালোবাসো না?
তোমার জন্য এনেছি ও-গো
বেলি ফুলের মালা,
নিয়ে ভাবি কত ভাবি
তুমি কি বুঝ না।

গোলাপের জায়গায় জবা দিয়ে
করছিলাম তোমায় প্রপোজ,
তাই বুঝি তুমি বেজায় নারাজ
চুপ-টি করে আছো।

ওগো প্রিয়তমা,
তুমি কি আমায় চোখে হারাও না?
তোমার জন্য এনেছি ও-গো
এক আকাশ জোছনার আলো,
স্বপ্নে হারাই ভাবে জড়াই
তুমি কি বোঝ না ?

আকাশের জায়গায় তারা দিয়ে,
কথা দিয়েছিলাম তোমায়,
ভালোবাসা বুঝি আজ বুঝেছো
হৃদয়ের আবদার শুনেছো।

Sort:  
 2 years ago (edited)

অবশ্যই চোখে হারায় ভাইয়া। না হারালে কিভাবে হবে? অনেক সুন্দর লিখেছেন

 2 years ago 

ধন্যবাদ আপু।