You are viewing a single comment's thread from:

RE: ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ সমূহ part-02

in আমার বাংলা ব্লগ4 years ago

পোড়ামাটির ফলক এর কাজগুলো আমার কাছে সবসময় অনন্য অসাধারণ লাগে কারণ এই কাজ করতে অনেক নিখুঁত শ্রম দিতে হয়। কত ধরনের শিল্পী এই সময়গুলোতে তাদের নান্দনিকতা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এবং অনেক গুলোই হচ্ছে গুণী শিল্পীর অনন্য কাজ।

প্রথম পর্বের ছবিগুলোর মতো দ্বিতীয় পর্বের ভাস্কর্যগুলোও ভালো লেগেছে।

সুকুমার রায়ের ননসেন্স পয়েট্রি অবলম্বনে তৈরি আট গুলো অনেক দারুন হয়েছে।

আর, দাদা কুঞ্জবিহারীর নিকুঞ্জ এর পরের পর্বের অপেক্ষায় রইলাম। সময় পেলে গল্প শেয়ার করবেন যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কারণ আপনার গল্পগুলো অনেক রহস্যময় ও বর্ণনাভঙ্গি অসাধারণ।