এক পলকে দেখে নিন সিরাজগঞ্জ ক্রসবার -০৩ By|@engtariqul| প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ১০%

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম।
আশা করছি সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

ভ্রমণ করতে কিন্তু সব মানুষের প্রিয় একটা জিনিস। আমার সবগুলো কাজের মধ্যে ঘুরাঘুরি টা বেশ ভালো লাগে।সময় পেলে বের হয়ে যায় ঘুরতে। ভ্রমণ করলে যেমন অনেক কিছু উপভোগ করা যায় এবং অনেক কিছু শেখা যায়।যে যতো বেশি ঘুরা ঘুরি করবে সে ভ্রমণ সম্পর্কে তার আইডিয়া বেশি হবে সাথে সাথে দেশটার সম্পর্কে জানা হবে। আমি গত সপ্তাহে বাড়িতে চলে গিয়েছিলাম একটু সময়ের জন্য। মনে হলো কিছুটা সময় কাটিয়ে আসি। পড়ে কাছের একটা জায়গা ছিল ক্রসবার -০৩ অনেক সুন্দর । আমার ঘুরতে বেশ ভালো লেগেছে।এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম।

IMG_20201005_153046.jpg

সিরাজগঞ্জ শহর থেকে একটু বাহিরে অবস্থিত। খুবই চমৎকার একটা জায়গা।

IMG_20201005_232859.jpg
এটা মাঝখানে অবস্থিত। এই সাইন বোর্ডে বিভিন্ন তথ্য দেওয়া আছে ক্রসবার সম্পর্কে।

IMG_20201005_155048.jpg
এই ছবির পিছনে হচ্ছে যমুনা নদী।মুক্ত বাতাস বয়ে উঠে সবসময়। রাস্তার পাশ দিয়ে সবুজের সমারোহ।এক অন্যরকম ভালো লাগা কাজ করে।ওখান থেকে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সেতু উপভোগ করা যায়।

IMG_20201005_232243.jpg
ক্রসবার মাথা থেকে নৌকা ⛵ তে ঘুরা ঘুরি এক অন্যরকম অনুভুতি।

IMG_20201005_162644.jpg

ফটোমেকার@engtariqul
ডিভাইসশাওমি রেডমি নোট ৭
লোকেশন(https://what3words.com/clapper.allergy.secrets)

আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।

আল্লাহ হাফেজ