ভাইয়া সময়টা বর্ষাকাল চলছে সেই সাথে কবিতাটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।এই বর্ষাকালে সময়টা হচ্ছে এই যে বৃষ্টি আবার এই যে রোধ। কিন্তু এইবার বৃষ্টিটা একটু কম মনে হচ্ছে। আসলে আগে যেমন বর্ষাকাল হতো সেই রকম বর্ষা আর দেখতে পাওয়া যায় না। সবকিছু চেঞ্জ হয়ে গেছে কেমন জেন। সবমিলিয়ে ভালো লাগছে আজকের কবিতাটি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আসলে সময়টা বর্ষাকাল চললেও বর্ষাকালের আবহাওয়াটা আমাদের গায়ে লাগছে না।
মনে তো হচ্ছে গ্রীষ্মকাল।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।