প্রথমবার তৈরি করা পিঠা নুনগড়া

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20240213_210227.jpg

IMG_20240213_210817.jpg

আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি একটি ভিন্নধর্মী পিঠা রেসিপি যেটি আমি প্রথম বার তৈরি করলেও বেশ ভালো লেগেছে খেতে।সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা নুনগড়া। নুনগড়া পিঠা এটি সিলেটের জনপ্রিয় পিঠা।আমি সোশ্যাল মিডিয়ায় প্রথমবার বার এটি সম্পর্কে জানতে পারি।রান্না করার মসলাপাতি দিয়েও যে কোনো পিঠা হয় এতিই আমার অজানা ছিলো।প্রথম বার ট্রাই করাতে বেশ কিছু পিকচার তুলতে পারিনি যখন মনে পড়েছে তখনই ঝটপট কয়েকটি পিকচার তুলে নিয়েছিলাম।প্রথম বার কাচাহাতের তৈরি করা পিঠা হলেও খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। ঘনদুধের এককাপ চা আর এই পিঠা যাস্ট অসাধারণ খেতে।সিলেটি যারা আছেন আমার রেসিপি টি ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সংশোধন করে দিবেন। চলুন জেনে নেই আজের তৈরি করা পিঠার রেসিপি।

উপকরণপরিমাণ
চালেরগুড়া১ কাপ
কনফ্লাওয়ার১ টেবিল চামচ
পানি২ কাপ
তেল১ টেবিল চামচ
পিঁয়াজ বাটা১ টেবিল চামচ
আদা+রসুন বাটা১ চা চামচ
ধনিয়াগুড়া১/২ চা চামচ
কালোজিরা১ চামচ
লবণদেড় চা চামচ
ধনিয়াপাতা কুচিসামান্য
কাঁচামরিচ কুচি৩ টি
চিনি১ টেবিল চামচ (চাইলে স্কিপ করতে পারেন)
শেপের জন্যকাপকেক-এর মোল্ড

IMG_20240213_210005.jpg

ধাপ-১

একটি হাড়িতে পানি গরম হতে দিন। গরম হয়ে আসলে তেল,পিঁয়াজ বাটা,আদা+রসুন বাটা,ধনিয়াগুড়া,কালোজিরে, লবণ দিয়ে দিন।বলক আসলে নেড়েচেড়ে দিন এবার চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।এই সময় চুলার আঁচ লো ফ্লেমএ থাকবে।

ধাপ-২

চালের গুঁড়া ফুটে গেলে চেক করে ফুটে গেলে ধনিয়াপাতা, কাচামরিচ কুচি দিয়ে নামিয়ে নিন এবার ভালোভাবে মথে নিন।রুটির মতো করে বেলে নিন যেট বেশি পাতলা বা বেশি মোটা না হয়।এবার কাপকেক-এর এর মোল্ড নিয়ে ইচ্ছে মতো শেপে কেটে নিন।জিগজাগ ডিজাইন হওয়ায় শেপগুলো এমনিতেই সুন্দর হবে। এভাবে সবগুলো পিঠা কেটে নিন।

IMG_20240213_210040.jpg

IMG_20240213_210309.jpg

ধাপ-৩

এবার কড়াইতে তেল গরম করে একটা দুটো করে পিঠা ছেড়ে দিন একটু নেড়েচেড়ে দিন যেন ফুলে উঠে। চুলার আগুন মাঝারির চেয়ে একটু বেশি থাকলে পিঠা দ্রুত ফুলে উঠে। এবার নেড়েচেড়ে সোনালি করে ভেজে নিন।এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিন। গরম চুলা থেকে নামিয়ে অল্প অল্প করে চিনি ছড়িয়ে দিন।এটা চাইলে স্কিপ করতে পারেন আমার মিষ্টি ভালো লাগে তাই দিয়েছি।

IMG_20240213_210313.jpg

IMG_20240213_210050.jpg

এবার গরম গরম মুচমুচে সুস্বাদু পিঠা পরিবেশন করুন এককাপ ঘনদুধের দুধ চায়ের সাথে সত্যি বলতে এর স্বাদ আপনাকে মুগ্ধ করবেই। বিকালের নাশতা হিসেবে এই রেসিপি হতে পারে দারুণ একটি স্ন্যাক্স।

পোস্টবিবরণ
শ্রেণিফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্টতৈরি@farhanaaysha
লোকেশনবাংলাদেশ
ডিভাইসiQOO Z3 5G
Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন আপনার এই পিঠার রেসিপি দেখে লোভ আর সামলাতে পারছি না। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে পিঠা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। তবে দেখে মনে হচ্ছে খেতে অনেক সাধ হয়েছে ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও প্রথম বার খেলাম স্বাদ ভালোই লেগেছে

 2 years ago 

অত্যন্ত সুস্বাদু একটি পিঠার রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পিঠা তৈরির বর্ণনা গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। আর পিঠা তৈরিতে এক চামচ পরিমাণ কালোজিরা দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি পিঠা তৈরির রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কালোজিরে দেওয়াতে খেতে একটু অন্যরকম মজা লাগছিলো। পিঠা নিমকিসহ কিছু কিছু রান্নাতে কালোজিরে দেওয়া হলে খেতে দারুণ লাগে

 2 years ago 

আপু মসলা পাতি দিয়ে যে পিঠা তৈরি করা যায় আমিও এটা জীবনের প্রথম দেখলাম আপনার এই পোস্ট থেকে। যাইহোক প্রথমে অনলাইনে দেখে আপনি সিলেটের ঐতিহ্যবাহী পিঠা নিজে তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। সব থেকে ভালো লাগতো আপনার তৈরি পিঠা খাইতে পারলে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খাওয়াতে পারলে আমারো বেশ ভালো লাগতো ভাইয়া।কিন্তু ভার্চুয়ালে তো সম্ভব নয় রেসিপি দেখে না আপনি ট্রাই করবেন বানাতে

 2 years ago 

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন অঞ্চলের খাবার দেখতে পাই। আর এই খাবার গুলো তৈরি করতে অনেক ভালো লাগে। নুনগড়া পিঠা সিলেট অঞ্চলের জনপ্রিয় একটি পিঠা। যদিও কখনো খাওয়া হয়নি। তবে মনে হচ্ছে এই পিঠা খেতে দারুন হবে। আপু আপনি অনেক সুন্দর করে এই পিঠা তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আসলেই তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে আমরা ভিন্ন ভিন্ন অঞ্চলের খাবার সম্পর্কে জানতে পারি তৈরি করার প্রসেস জানতে পারি যদিও হুবহু স্বাদ হয়তো আনতে পারবো না তবুও চেষ্টা করা যায়

 2 years ago 

বেশ ভালো লাগার মত সুন্দর একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। এই জাতীয় রেসিপিগুলো আমার খুবই ভালো লাগে। চমৎকার হয়েছে আপনার নিজের তৈরি করা এই পিঠাগুলো।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

এই পিঠা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আমিও জানতে পারি এবং আমারও ভীষণ বানানোর ইচ্ছে এই পিঠার।অসাধারণ লোভনীয় এই পিঠা। খেতে কেমন জানি না তবে পিঠা তৈরি পদ্ধতি দেখেই প্রেমে পড়ে গেছি এই পিঠার।আপনি চমৎকার করে পিঠা গুলো তৈরি করেছে এবং আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

পিঠাগুলো খেতে বেশ মজার আপনি ট্রাই করবেন আপনার বিকেলটাই আনন্দময় হয়ে যাবে আশা করি

 2 years ago 

বেশ মজাদার একটি পিঠা আপনি তৈরি করেছেন। দেখতে অনেক বেশি সুস্বাদু লাগছে পিঠাটি । পিঠাটি কখনো খাওয়া হয়নি তবে খেতে নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ মজাদার একটি পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ