স্বরচিত কবিতা:-"মানুষ খোঁজে মানুষ"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "মানুষ খোঁজে মানুষ" কবিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"মানুষ খোঁজে মানুষ"
ভীড়ের মাঝে দাঁড়িয়ে আছে
অসহায় একটি প্রাণ।
চোখে চোখ পড়ে রোজ
তবুও হৃদয়ের নেই সন্ধান।
সকলেই ব্যস্ত চলমান
কেউ থামে না কারো জন্য।
ভালোবাসার নামে চলছে কেবল
লোক দেখার ফাঁকে।
একটি মন খোঁজে আরেকটি
যেখানে নিঃস্বার্থ বন্ধন।
কান্নায় পাশে দাঁড়াবে কেউ
রাখবে শান্তির স্পন্দন।
মানুষ খোঁজে বিশ্বাস
বড়ই দুষ্প্রাপ্য গুণ।
সবাই ব্যস্ত আজ
অন্যের ছায়া পড়ে না ।
হাসি আছে কথা আছে
কোথায় মানবতার ছোঁয়া?
এই শহরে সমাজে
হৃদয় চায় হৃদয় কিন্তু
দেখা কি আর পায়।
কবিতার মূলভাব
আজকে আমি যে কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করব সেই মূল বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময়ে কেউ কারো জন্য নয়।প্রত্যেকে নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত। সমাজের মানুষ বা নিজের কাছের মানুষগুলোকে সুখে আছে কে কষ্টে আছে সেইগুলো দিকে তাকানোর এখন কারো সময় নেই । এটাই ছিল আমার আজকের কবিতার বিষয়বস্তু
আশা করছি আপনাদের কাছে আমার আজকের কবিতাটি ভালো লাগবে।
শ্রেণী | কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
বর্তমান সময়ের সাপেক্ষে চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। আসলে প্রতিটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত। কারোর যেন অন্য মানুষের জন্য একটুও সময় নেই। মানুষের মধ্যে মানবতাও কমে যাচ্ছে দিন দিন। ভালো লাগলো কবিতাটি পড়ে। চমৎকার কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।
আপনার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা মানুষ খোঁজে মানুষ কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। তবে আপনার কবিতার প্রতিটি লাইন বাস্তবিক কথা দিয়ে লিখেছেন । আর বর্তমানে আপন পর বেশিরভাগ মানুষ মানুষের খোঁজ নেয় না। যাই হোক সুন্দর করে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।