অতিথির জন্য প্লেট সাজিয়েছেন দেখতে খুবই সুন্দর লাগছে। খাবারে পরিবেশন যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতেও অনেক তৃপ্তি লাগে। ঠিকই বলেছেন বাঙালিরা আপ্যায়নে শ্রেষ্ঠ ।তার মধ্যে গ্রামের মানুষরা একটু বেশি অতিথি আপ্যায়ন করতে পছন্দ করে। প্রথমে আপনার ননদের বিয়ে হয়েছে তার মধ্যে জন্য শুভকামনা জানাই। ননদের জামাইয়ের জন্য খুবই সুন্দর করে প্লেট সাজিয়েছেন। আশা করি তিনি এত সুন্দর করে সাজানো খাবারের প্লেট দেখে খুবই খুশি হয়ে গিয়েছেন। গাজর, শসা, টমেটো আর কাঁচামরিচ দিয়ে খুবই সুন্দর করে প্লেটটি সাজিয়েছেন।
আপু আপনার কথার সাথে আমি একমত খাবার পরিবেশন দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতেও তৃপ্তি লাগে। আর যদি পরিবেশন সুন্দর না হয় তাহলে খাবার যত সাদ হোক না কেন মন থেকে তৃপ্তি পাওয়া যায় না। আর তাইতো আমি অতিথিদের নতুনভাবে আপ্যায়ন করার চেষ্টা করেছি।