You are viewing a single comment's thread from:
RE: গ্ৰামের ছেলেদের কে নিয়ে পার্শ্ববর্তী শাপলা বিলে একদিন
আমার কাছে ও শাপলা ফুল তুলতে ভীষণ ভালো লাগে। আপনারা দুপুরবেলা অনেকজন মিলে বিলে শাপলা ফুল তুলতে গিয়েছিলেন। দুপুরবেলা সেই কারণে মাঠে তেমন মানুষ ছিল না। আপনারা তো অনেক শাপলা ফুল ও কলি তুলেছেন। আমরাও যখন ছোট ছিলাম তখন অনেকজন মিলে এভাবে শাপলা ফুল তুলতে যেতাম ।তবে শাপলা ফুলের থেকে বেশি তুলতাম শাপলা ফুলের বীজ যেটাকে খাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া।