ভাই দুঃখের বিষয় আপনার মত আমার কোনো বড় বোন নেই তাই সারা জীবন সালামি নিয়ে যাবার মতো সুযোগ আমার নেই। সত্যি বলতে কি সালামি পাওয়া সত্যিই একটা আনন্দের বিষয়। দাদার কাছ থেকে সালামি পেয়ে অনেক ভালো লেগেছে। সালামি পাইনা দীর্ঘদিন। এখন শুধু দেবার পালা। অবশ্য দেবার মধ্যেও আলাদা একটা মজা আছে। দেখা যাক কে কত সালামী পেয়েছে।