আরে বাহ অতি চমৎকার!!
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন৷
আসলে দাদা এটা তো আপনিও জানেন মনে হয়৷ যে আমাদের হিন্দু ধর্মীয় অনুসারে একজন ব্যক্তি মরে যাওয়ার পর আবার পূর্ণ জনম করতে পারে ৷ তবে যে ব্যক্তি নাকি ভাল কর্ম করে ধর্ম করে সে নাকি স্বর্গে চলে যায় ৷ সে আর পৃথিবীতে পুনর্জন্ম করে না ৷আর যারা নাকি পাপকর্ম করে অধর্ম করে তাদের নাকি বারংবার এই পৃথিবীতে পূর্ণ জন্ম হয়৷ সেটা আজও আমাদের ধর্মগ্রন্থ থেকে শুনে আসছি৷ তবে সেটা কতটুকু সত্যি বা মিথ্যা সেটা আমার আজও জানা নেই৷
তবে আপনার লেখার পুনর্জন্ম কবিতাটি সত্যি অনেক সুন্দর হয়েছে৷ এখানে আপনি জীবিত থেকেই আপনার পুনর্জন্ম দেখছেন ৷
ভালো ছিল ধন্যবাদ দাদা
বাহ্ অনেক সুন্দর করে নিজের মতামত প্রকাশ করেছেন ভাই । অনেক ভালো লাগলো আপনার গঠনমূলক এই মন্তব্য টা পেয়ে। ভালো থাকবেন।