You are viewing a single comment's thread from:
RE: ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন।
আসলে আপু বন্ধুর জন্মদিন বলে কথা আনন্দ তো হবেই তাই না ৷ দেখে বোঝা যাচ্ছে যে কতটা এনজয় করেছেন ৷ তবে আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগলো তারছেড়া আনিকা হাহাহা!!!!৷ নামটি শুনে সত্যি অনেক মজা পাইলাম আসলে আমরাও বন্ধরা একেকজন একেক নাম ধরে ডাকে ৷
যা হোক আপনার বন্ধুর জন্মদিন উপলক্ষে আমিও বলবো সে ভালো থাকুক সুস্থ থাকুক ৷ এবং কি তার মনের মানুষের সাথে জড়িয়ে যায় ৷
হিহিহিহিহি!!!!
হ্যা না হলে ফ্রেন্ডশীপ এর মজা আর কোথায়।