You are viewing a single comment's thread from:

RE: বড় মাসির শ্রাদ্ধ । shy-fox 10%

in আমার বাংলা ব্লগ3 years ago

দিদি নমস্কার
প্রথমেই পরমশ্বের ভগবানের কাছে নিকট প্রার্থনা করি যে আপনার মাসির আত্মার শান্তি কামনা করি ৷ এবং তিনি যেন সর্গবাসি লাভ করে ৷ মৃত্যু একদিন সবার নিকট হাজির হবে ৷ সেদিন সবাইকে এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ৷

যা হোক আমাদের হিন্দু হিন্দুশাস্ত্রানুযায়ী যেসব করা উচিত ৷ তা প্রতিটি ই উপস্থাপনা করেছেন ৷
তবে দিদি এই শ্রাদ্ধ কতদিন পর করলো সেটা যদি বলতেন ৷ আসলে আমাদের বুঝেনি যে কেউ ১১মতে আবার কেউ ১৩ মতে ৷

Sort:  
 3 years ago 

বর্ণভেদে ব্যক্তির মৃত্যুদিবসের ৩, ১১, ১৫ অথবা ৩০ দিন পরে এটি অনুষ্ঠিত হয়। একমাত্র বৈদিকরা শ্রাদ্ধানুষ্ঠান ৩ দিনে সম্পন্ন করে থাকে।আগে আমাদের কেউ মারা গেলে ৩০ দিন পরে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হতো কিন্তু এখন ১৫ দিন পর করে তার কারন হলো সবাই বিভিন্ন কাজের জন্য বাইরে থাকে তাই ৩০ দিন সকল নিয়মকানুন মেনে চলা কঠিন হয়ে যায় সেজন্যই ১৫ দিনে করা। ধন্যবাদ ভাই।

 3 years ago 

ও আচ্ছা যারা বৈদিক তারা তো তিন দিনে করে ৷ কিন্তু আমরা ১৩ দিনে করে থাকি ৷ যা হোক শুনে ভালো লাগলো ৷