You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত কবিতা||"হৃদয়ের না বলা কথা"||@samhunnahar

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রিয় মানুষ কে মনের কথা গুলো বলতে কিসের সংকোচ ৷ আমি তো বলে দিবো কিন্তু এখনো প্রিয় মানুষ তো নেই ৷ যা হোক তবে প্রথমে বলতে একটু সংকোচ মনে হয় লাগবে ৷ আমি না ভাবি কারণ প্রিয় মানুষ নেই ৷

তবে কবিতাটি সত্যি অনেক ভালো লিখেছেন ৷ প্রতিটি লাইন প্রিয় মানুষ কে ঘিরে ৷

থাকবো অপেক্ষায় বসে,দাঁড়িয়ে কিংবা
অপলক নয়নে
চেয়ে থাকবো পথের দিকে।

আমি থাকব তোমার অপেক্ষায় আর দেখবো অপলক চোখে ৷ কারন তোমাকে দেখেও যে মন ভরে না ৷ প্রিয় আমি থাকবো তোমার অপেক্ষায় সারাটা জীবন ভর তুমি আসবে তো ৷

ধন্যবাদ আপু

Sort:  
 3 years ago 

ঠিক আছে আপনি যখন মনের মানুষ পাবেন তখন মন উজাড় করে সব মনের কথা বলে দিয়েন না হয় আপনার একটা আফসোস থেকে যাবে।