You are viewing a single comment's thread from:
RE: "দেশি আলু ভর্তা" রেসিপি ভিডিও। shy-fox 10%
প্রথমে বলতেই হয় ৷ এই শীতে গরম ভাত আর যদি হয় দেশী আলুর ভর্তা তাহলে তো কোনো কথাই নেই ৷ দিদি শহরে কেমন তা জানি না তবে গ্রামে এই শীতের দিনে ভর্তা যেন প্রতিদিনের তরকারি ৷ অনেক ভালো লাগে নতুন দেশী আলু পিয়াজ,শুকনো বা কাচা মরিচ সেই সাথে সরিষার তেল ধনে পাতা দিয়ে৷ অনেক ভালো লাগলো আপনার করা আলুর ভর্তা রেসেপি টি ৷
ঠিক বলেছেন ভাই গ্রামের মানুষের সকালের প্রধান খাবার হলো আলু ভর্তা আর ভা সাথে অন্য কিছুও থাকে তবে আলু ভর্তা থাকবেই।ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।