You are viewing a single comment's thread from:

RE: পরিবর্তনশীল প্রজন্ম || নিজেকে মানিয়ে নিতেই হবে।

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাই প্রতিটি কথা যুক্তিযুক্ত বলেছেন ৷ এটা সত্যি যে এখনকার যুগ কলিযুগ ৷ একটা সময় ছিল গুরুজন বা বড়দের মুখে কথা তো দুরের কথা সবে তে ছিল রীতিনীতি ৷ তবে এখনকার জেনারেশন পুরাই উল্ট ৷ এখনকার ছেলে পুলে বাবা মার কাছে আবদার করে বাইক কিংবা আরও অন্য কিছু ৷ আর না দিতে না পেরে নানা রকম হুমকি ৷ জানি না কেন এমন করছে ৷ যতটা জানি এখন হলো ডিজিটাল যুগ উন্নত শিক্ষা ব্যবস্থা তবুও এমন অবস্থা ৷ যা আসলে অনেকটা কষ্ট বা পীরা দেয় ৷ সত্যি বলতে দারুন একটি টপিক তুলে ধরেছেন ৷ ধন্যবাদ ভাই

Sort:  
 2 years ago 

এই সমস্যাগুলো সামনে আরো বাড়বে, তাই মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। আর তাদের বুঝিয়ে নিয়ে মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।