You are viewing a single comment's thread from:

RE: গল্পের বই এর অপর নাম ভালোবাসা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু আপনার কথা গুলো তো পড়ছিলাম ৷ পরীক্ষা সামনে তাও গল্পের বই পড়েছেন ৷ আসলে কি আপু গল্পের বই এর মধ্যে একটা অন্য অনুভুতি থাকে ৷
যা হোক আমার কথা যদি বলি তাহলে প্রায় সেম ৷ মনে পড়ে ক্লাশ নাইন টেনে যখন টাকা দিয়ে লাইব্রেরি কার্ড কিনে বই পড়েছি ৷ আর সত্যি বলতে গল্পের বই পড়ে সেই পরীক্ষা দিয়ে দুই টি বই উপহার পেয়েছি ৷ তাহলে ভাবুন কতটা পড়েছি ৷
আর এখন তো বইয়ের কাছে যেতে ইচ্ছে করে না ৷ যা হোক কথা বলেও শেষ করা যাবে না ৷ আজ এতো টুকুই ৷

Sort:  
 2 years ago 

হ্যা,আমিও লাইব্রেরি কার্ড দিয়ে বই পড়তাম।আপনি যে পরীক্ষার করা বলছেন সেটির জন্যে আমিও বই পড়েছিলাম,তবে কেনো জানি পরীক্ষা আর দেওয়া হয়নি সেবার।