কোথায় আছে মামার বাড়ি মুধুর হাড়ি ৷ তবে মামার বাড়ির সবচেয়ে মজা শৈশবে জীবনে ৷ যা হোক সময়ের তাগিদে তো পরিবর্তন আসবেই ৷ যা হোক আপনার মামার বিয়ের প্রস্তাব চলছে শুনে ভালো লাগলো ৷ তবে একটা কথা বেশ বলছেন সেটা হলো বেকার ছেলের সঙ্গে কোনো বাবার মেয়ে বিয়ে দিতে চায় না ৷ তাই দিনশেষে আমি মনে করি প্রতিটি ছেলেকে কোনো না কোনো কিছু করতে হবে ৷চাকরি হলে তো কথাই নেই ৷
যা হোক বাবা কে সাথে মামার বাড়ি মেয়ে পক্ষকে আপ্যায়ন সেই গ্রামের পরিবেশ প্রকৃতির ফটোগ্রাফি জাষ্ট ওয়াও ছিল ৷
অনেক ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি ব্লগ উপস্থাপনা করার জন্য ৷
সত্যি বলেছেন দাদা মামা বাড়ির সব থেকে বেশি মজা হয় শৈশবে। বর্তমানে বিয়ে করার জন্য হলেও একটি চাকরির প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।