You are viewing a single comment's thread from:
RE: এটিএম বুথে জালিয়াতি। সতর্ক না হলে আপনিও বিপদে পরতে পারেন।
ভাই মেইন কথা কি জানেন ৷বর্তমান মানুষকে বিস্বাস করা মুশকিল ৷ কারন কিছু কিছু মানুষ মানুষ নয় ৷ পশুর মতো এদের বিবেক মূল্যবোধ মনুষ্যত্ব বলতে কিছু নেই ৷
যা হোক সেই মেয়েটার জন্য আপসোস হচ্ছে ৷সারা টা মাস কাজ করে তারপর টাকা ইনকাম ৷ সেটা যে কতটা কষ্ট সেটা বুঝি ৷ এমন ঘটনায় যেন আর কেউ না পরে ৷
আর দিনশেষে এটা ঠিক বলেছেন ৷
আমাদের দেশে আইনের প্রতি কারো শ্রদ্ধার কিংবা ভক্তি এবং বিশ্বাস কোনটাই নেই।