"কৃষ্ণসায়র ফুলমেলা"(কিছু ভাস্কর্য্যের ফটোগ্রাফি পর্ব : 17)

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।যদিও প্রচন্ড গরমে ভালো থাকাটাই কঠিন হয়ে পড়েছে।আমার শরীর তো বেশ নাজেহাল, একবার গরম একবার ঠান্ডায় শরীর একেবারেই কাহিল হয়ে পড়েছে।এইজন্য দুইদিন পোষ্ট করতেও পারিনি,যাইহোক তারপরও আজ আপনাদের মাঝে হাজির হলাম ফটোগ্রাফি পোষ্ট নিয়ে।তো চলুন শুরু করা যাক---

"কৃষ্ণসায়র ফুলমেলা"

কিছু ভাস্কর্য্যের ফটোগ্রাফি পর্ব : 17

এখন গ্রীষ্মকাল চলছে।তবে আমি এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম শীতকালেই।কারণ শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে সত্যিকারের নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।তেমনি এই মেলা থেকেই কিছু ভাস্কর্য্য বা শিল্পের ফটোগ্রাফি করেছিলাম।আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও ভাস্কর্য্যের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---

ভাস্কর্য্যের ফটোগ্রাফি:

IMG_20250516_134635.jpg

পার্কের ভিতরে প্রবেশ করেই আমাদের চোখে পড়েছিল এই সুন্দর মূর্তিটির।যেটি ছাতার মতো একটি গাছের আকৃতির সঙ্গে ধরে ছিল নারী মূর্তিটি।মাঝবরাবর অংশে এটি অবস্থিত ছিল আর চারিপাশে জলাশয় ছিল।মূলত এটি একটি জলের ফোয়ারা ছিল, গাছের ছাতার মতো অংশটিই জলের ফোয়ারা।যেটি দিনের বেলা বন্ধ ছিল।মূর্তির ঠিক পিছনে নারিকেল গাছ ও সুন্দর একটি ডালপালাযুক্ত গাছ ছিল।

IMG_20250516_134649.jpg

এখন গ্রামীন একটি ভাস্কর্য্যের সঙ্গে পরিচিত হলাম।যেটা পুরোনো দিনের কথা মনে করতে সাহায্য করে।আসলে প্রাচীন যুগে মানুষ কোনো জিনিস তার কাধে করে বহন করে নিয়ে যেত।তেমনি এখানেও এই ব্যক্তিটি বাঁকে করে কিছু বহন করে নিয়ে যাচ্ছে।

IMG_20250516_135119.jpg

এটি হচ্ছে কৃষ্ণসায়র পার্ক কমিটির অফিস।অফিসটি অনেক সুন্দর ও অদ্ভুত।সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানের গাছগুলো।তেমনি একটি গাছকে ঘিরে এই অফিসটি তৈরি করা হয়েছে রাজকীয়ভাবে।গাছটি খুবই সুন্দর দেখতে লাগছিলো।

IMG_20250516_134733.jpg

IMG_20250516_134714.jpg

এটি হচ্ছে একটি উদ্যান।যেখানে বেশ কয়েকটি গ্রাম্য মূর্তি রয়েছে।যেখানে এক একটি মূর্তি দ্বারা একেক রকম জীবনের চিত্র তুলে ধরা হয়েছে।প্রত্যেকটি ভাস্কর্য্য জীবনের আলাদা বৈচিত্র্যের কথা বলে।এখানে বেশ কয়েকজন মহিলা ও পুরুষের আলাদা ধরনের কর্মময় মূর্তি রয়েছে।

IMG_20250516_134921.jpg

এই মূর্তিটি হচ্ছে একতারা হাতে একজন সাধকের।প্রথমে মনে হয়েছিল কোনো বাউল গানের সাধক হবে কিন্তু পরবর্তীতে আমার কাছে এটি চৈতন্যদেবের মূর্তির মতো মনে হয়েছে।কারণ মূর্তির কপালে তিলকের চিহ্ন রয়েছে।

IMG_20250516_134805.jpg

IMG_20250516_134819.jpg

যখন আমি বিকেলবেলা এখানের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরেছিলাম তখন এই জলের ফোয়ারাটি চালু ছিল না।কিন্তু সন্ধ্যা নামার ঠিক আগে এই জলের ফোয়ারাটি চালু করে দেওয়া হয়েছিল।ফলে এখানে সবাই ছবি তুলেছিলো নিজের ও ওই দৃশ্যের।

IMG_20250516_134846.jpg

IMG_20250516_134832.jpg

ঝর্ণার মধ্যে গাছ ধরে থাকা মূর্তিটি ভীষণ সুন্দর দেখতে লাগছিলো তখন।তাছাড়া বিভিন্ন কালারের সাহায্যে লাইটিং এর ব্যাবস্থাও ছিল।সন্ধ্যার সময়ে ফোয়ারার পিছনে লম্বা গাছগুলো দেখতেই বেশি ভালো লাগছিলো।ছাতার মতো অংশ দিয়েই জলগুলি বের হচ্ছিলো।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।