"কৃষ্ণসায়র ফুলমেলার ফটোগ্রাফি পর্ব: 25"
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলার ফটোগ্রাফি পর্ব: 25"
কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও অনেক আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের স্টল বসেছিল।যেখান থেকে মানুষ পছন্দসই জিনিস কেনাকাটা করছিলো।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের মেলার ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---
মেলার ফটোগ্রাফি:
কৃষ্ণসায়র পার্কের মধ্যে অনেকগুলো ছোট বড় স্টল বসেছিলো।স্টলগুলি সবই আলাদা রকমারী জিনিস ও আসবাবপত্র দিয়ে সাজানো ছিল।তেমনি এই স্টলটি খুবই পরিপাটি।যেটাতে কানের দুল ও গলার হার বা মালা ছিল।বিভিন্ন রকম স্টোন,পুতি,অক্সিডাইস কিংবা কাঠের তৈরি ছিল গলার হারগুলি।কাঠের উপর বিভিন্ন ঠাকুরের মূর্তিও প্রাণীর মূর্তি ছিল ,যেগুলো অত্যন্ত আকর্ষণীয় ছিলো।
এটি একটি ব্যাগের স্টল।যেগুলো পাটের তৈরি বিভিন্ন কারুকাজসহ বিভিন্ন রঙের ব্যাগ ছিল।শুধু ব্যাগ নয়,সঙ্গে অনেক আকর্ষণীয় জিনিস ছিল।যেমন--ঘোড়া,বক্স,ঘোড়ার মুখমন্ডল, পেঁচা এবং বুদ্ধদেবের মূর্তি ছিল।যেগুলো সবই পাটের কারুকাজ দিয়ে তৈরি ছিল এবং খুবই নিখুঁত।
এটি একটি খেলনার দোকান।যেখানে নানা ধরনের সুন্দর সুন্দর পুতুল ছিল বাচ্চাদের।প্রত্যেকটি পুতুল আলাদা ধরনের ছিল।যেমন--মানুষের পুতুল,বানর,ভাল্লুক,পাখি,ব্যাঙ,হাতি,কুকুর,বাঘ,হাস,কুমির,কচ্ছপ এবং বিড়ালসহ বিভিন্ন প্রাণীর রকমারী পুতুল।
সমস্ত ধরনের প্রাণীর খেলনা ছিল স্টলটিতে।আমরা বেশ অনেকটা সময় নিয়ে স্টলটির খেলনাগুলি পরিদর্শন করেছিলাম।তাছাড়া অনেক ছোট ছোট পুতুল ছিল যেগুলো চাবির রিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
এরপর আরো একটি স্টলে চলে এসেছিলাম।যেটা বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল।আর দিনের বেলা অনেক দোকান যেমন বন্ধ ছিল।তেমনি অনেক দোকান খোলা থাকলেও মালিক ছিল না কিন্তু এই দোকানে একজন বয়স্ক মহিলা ছিলেন।এই দোকানে অনেকগুলি ঠাকুরের ছোট ছোট মূর্তি ছিল।
এই দোকানগুলোতেও প্রচুর পরিমাণে রকমারী জিনিস ছিল।আর সবই ছিল মেয়েদের ব্যবহৃত করা জিনিস।এছাড়া কিছু ছোট বড় হ্যান্ড ব্যাগও ছিল।তবে দিনের থেকে রাতে মেলাগুলি বেশি জাঁকজমকপূর্ণ হয়ে থাকে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1944461939612188893
https://x.com/green0156/status/1944463349619790186
https://x.com/green0156/status/1944465143460667750
টুইটার লিংক