"কৃষ্ণসায়র ফুলমেলা"(হলুদ চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 29)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
হলুদ চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 29
কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের ফুলের পাশাপাশি চন্দ্রমল্লিকা ফুলও ছিল।যেখান থেকে আমি আজ শুধু হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---
হলুদ চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:
শীতকালের অতি পরিচিত ও জনপ্রিয় একটি ফুল চন্দ্রমল্লিকা এই ফুলের যেমন অনেকগুলো প্রজাতি রয়েছে তেমনি বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়ে থাকে।দেশি ও হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।
চন্দ্রমল্লিকা ফুলগুলো টবে খুব ভালোভাবে জন্মে।একটি গাছে প্রচুর পরিমানে ফুল ফোটে।এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের রং পরিবর্তন হতে থাকে।অনেকগুলো পাপড়ির সমন্বয়ে গঠিত হয় বলে চন্দ্রমল্লিকা ফুলগুলো খুবই আকর্ষণীয় দেখতে হয়।এইজন্য আমার কাছে এই ফুল খুবই প্রিয়।
এই ফুল গাছে ২০ থেকে ২৫ দিন তাজা থাকে৷এই ফুলের ডাল কাটিং করেও লাগানো যায়।আর দীর্ঘদিন টিকে থাকে ফুল গাছগুলো।এখানে আমি হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুলের কিছু ছবি শেয়ার করেছি।কিন্তু হলুদ রঙের হলেও আবার বেশ কিছু ভিন্নতা রয়েছে ফুলের মাঝে।
এখানে ভিতর-বাইরে হলুদ রঙের ফুল যেমন রয়েছে,তেমনি কাঁচা হলুদ রঙের পাপড়িযুক্ত ও ভিতরে গেরুয়া রং বিশিষ্ট ফুলও রয়েছে।তাছাড়া হাইব্রিড প্রজাতির একটি চন্দ্রমল্লিকা ফুলও রয়েছে এখানে।আবার একটি গাছে অনেকগুলি পাপড়ির সমন্বয়ে গঠিত ফুল ফুটে রয়েছে।
এই ফুলগুলি দেখতে অনেকটা গেরুয়া রঙের ছিল।এই ফুলগুলির পাপড়ি কোনো কোনোটি গোল আবার সরু আকৃতির ছিল।এখানে বেশিরভাগ চন্দ্রমল্লিকা ফুল-ই একতারা পাপড়িযুক্ত ছিল।যেগুলো বেশ সতেজ ও আকর্ষণীয় ছিল দেখতে।
তাছাড়া এখানে যেহেতু বিভিন্ন ধরনের ফুলের প্রতিযোগিতা হচ্ছিলো, তাই এখানে অনেক চন্দ্রমল্লিকা ফুল গাছও প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক