"ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।

ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি:

GridArt_20250921_112834127.jpg

অনেক দিন ধরেই কোনো রেসিপি শেয়ার করা হয় না।কারন রেসিপি তৈরি করা একটু সময়সাপেক্ষ বিষয়।আর আমার এক্সাম থাকার জন্য রেসিপি করার সময়ও হয়ে ওঠেনি।এখন যেহেতু এক্সাম শেষ তাই আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম।আমি তৈরি করেছি "ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি"।যেটাতে আমি বাজারের কেনা ফুড কালার ছাড়াই শুধুমাত্র হলুদ গুঁড়া দিয়ে রং তৈরি করেছি।আর স্পেশাল সুগন্ধি নিয়ে আসার জন্য গোলাপ জল ব্যবহার করেছি।সবমিলিয়ে রেসিপিটি তৈরির পর দারুণ স্মেল,বেশ টেস্টি ও মজাদার খেতে হয়েছিলো। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের বাসন্তী পোলাও রেসিপিটি।তো চলুন শুরু করা যাক রেসিপিটি----

IMG_20250921_112928.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.গোবিন্দভোগ চাল- 300 গ্রাম
2.ঘি - 6 টেবিল চামচ
3.চিনি- 3 টেবিল চামচ
4.কাজু-কিসমিস- 2 টেবিল চামচ
5.লবণ- 1 টেবিল চামচ
6.হলুদ- 1/2 টেবিল চামচ
7.কাঁচা মরিচ - 6 টি
8.তেজপাতা- 2 টি
9.গরম মসলার গুঁড়া- 1 টেবিল চামচ
10.গোটা গরম মসলা ও এলাচ-3 কুচি
11.গোলাপ জল- 2 টেবিল চামচ
12.জল

IMG_20250920_214833.jpg

IMG_20250920_214908.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250920_214845.jpg
প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম পরিমাণ মতো।

ধাপঃ 2

IMG_20250920_214924.jpg
এখন চালগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ ও ঘি দিয়ে দিলাম।

ধাপঃ 3

IMG_20250920_214940.jpg
এবারে সবগুলো উপকরণ একত্রে হাত দিয়ে মিশিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20250921_045534.jpg
এরপর একটি কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে গরম করে নিলাম।তারপর কাজু ও কিসমিস কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিলাম।

ধাপঃ 5

IMG_20250920_215415.jpg
এখন ভেজে নেওয়া কাজু ও কিসমিস তুলে নিয়ে তেজপাতা, এলাচ ও গোটা গরম মসলা দিয়ে দিলাম।

ধাপঃ 6

IMG_20250921_045608.jpg
এরপর মসলা হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20250921_045624.jpg
এখন সবকিছু একত্রে মিশিয়ে 3-4 মিনিট ভেজে নিলাম।

ধাপঃ 8

IMG_20250921_045641.jpg
এবারে ভেজে নেওয়া চালগুলোর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।

ধাপঃ 9

IMG_20250921_045548.jpg
যখন চালগুলো ফুটে যাবে তখন সুন্দর ঘ্রাণ নিয়ে আসার জন্য গোলাপ জল দিয়ে দেব 2 টেবিল চামচ।

ধাপঃ 10

IMG_20250921_045822.jpg
এরপর চালগুলো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে চিনি,কাঁচা মরিচ ও ভেজে নেওয়া কাজু-কিসমিস ও গরম মসলা গুঁড়া দিয়ে নেব।

শেষ ধাপঃ

IMG_20250921_045902.jpg
সবশেষে সবকিছু একত্রে মিশিয়ে আরো 10 মিনিট রান্না করে নেব ভাত।তো তৈরি করা হয়ে গেল আমার "ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি।"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250921_113346.jpg

IMG_20250921_113402.jpg

IMG_20250921_113422.jpg
এখন এটি গরম গরম ডাল, কিংবা মাছ-মাংস জাতীয় রেসিপির সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই টেস্টি ও মজাদার হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 23 hours ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। বাসন্তী পোলাও রেসিপিটা দারুণভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। রেসিপির ধাপগুলো দেখে অনেকেই এই রেসিপিটা তৈরি করতে পারবে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 hours ago 

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার।ধন্যবাদ আপনাকে।

 1 hour ago 

ঝরঝরে পোলাও খেতে ভালোই লাগে। তবে এভাবে বসন্তী পোলাও রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।