স্বরচিত কবিতা: "সম্পর্কের ফাটল"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে সম্পর্ককে ঘিরে।আমরা সবাই অনিশ্চিত জীবনের মধ্যে দিয়ে সময় পার করি।তাই ভবিষ্যতে কী ঘটবে তা নিশ্চিতভাবে কেউ-ই জানতে পারি না।এই অনিশ্চয়তা আমাদের চাপ বা উদ্বেগের কারণ হতে পারে।আর সম্পর্কগুলি নিমিষেই নষ্ট হয়ে যেতে পারে।সেটি বন্ধুত্ব কিংবা আত্মীয়ের যেকোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম ছোট্ট একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
সম্পর্কের ফাটল

কিন্তু সম্পর্কের ভাঙা-গড়াটা নিশ্চিত,
কখনো কেউ হয় বড্ড আপন
তো কখনো আবার সেই তিক্তজন।
ঘটনাগুলো হঠাৎ বৃষ্টির মতোই
কখনো আবেগপ্রবণ, তো কখনো বেদনাদায়ক
কখনো রক্তপাতের, তো কখনো আনন্দের।
কেবা জানে এই অদূর ভবিষ্যতের কথা!
যেখানে মিঠে রোদ্দুর ফিকে হয়ে যায়
যেখানে সমুদ্র শুষ্ক বালুকনা হয়ে উড়ে,
বড্ড বেশি কি কঠিন এই মানুষ চেনা!
সম্পর্কগুলি কাঁচের মতোই
সামান্যতেই টুকরো হয়ে বড় আঘাতের চিহ্ন।
স্বচ্ছ মন থেকে বলা ভাষাটাও
কখনো অজান্তেই সমুদ্রের লবনাক্ত জল,
হৃদয়ের পরিধি ছাড়িয়ে যেখানে শীর্ষদেশ
ঘোলাটে নিনীষাদের অভ্যন্তরভাগ।
মনের খবর কেই বা রাখে!
বিশ্বাসের মালা পরিয়ে দিয়ে গলায়,
সেই তো বিদ্ধ করে তীর নানা বাহানায়।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1937654350081610203
https://x.com/green0156/status/1937655004929884325
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে। আপনি সব সময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখাটা সার্থক আপু।ধন্যবাদ আপনাকে।
এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও ভিন্ন রকমের একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।
উৎসাহ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ভীষণ সুন্দর হয়েছে আপনার কবিতাটি। সম্পর্কের ভাঙ্গা গড়া উথাল পাথাল অনিশ্চয়তা এটা অনেক স্বাভাবিক ব্যাপার। তবুও আমাদের এসবের মধ্যে দিয়েই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হয়। অনেক সুন্দর করে লিখেছেন আপনি কবিতাটি।
আপনার প্রশংসামূলক মতামত পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপনাকে।
বাহ আপনি তো বাস্তবিক কথা দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।সম্পর্কের ফাটল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে সামনের দিনগুলো মানুষের কেমন যাবে কেউ জানে না। আর সম্পর্ক কিরকম থাকবে সেটিও কারো ধারণা নেই। তবে আপনার কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার লাগলো। এই ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।
আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
সম্পর্কের ফাটল নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর কবিতা পড়ে খুব ভালই লাগলো। যেভাবে আপনি আজকের এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে যখন আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়লাম তখন অনেক বেশি ভালো লাগছিল৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখার বড় প্রাপ্তি ঘটে ভাইয়া।ধন্যবাদ আপনাকে ও।