"এক্সাম সমাচার"
নমস্কার
এক্সাম সমাচার: )
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে পছন্দ করি।যদিও দুইদিন পোষ্ট করতে পারিনি এক্সামের জন্য।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের অনুভূতিটা হতে যাচ্ছে এক্সাম সংক্রান্ত। যাইহোক তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
এক্সাম অর্থাৎ পরীক্ষা বা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞান বা দক্ষতা যাচাই করার পদ্ধতি।আর এটাই স্টুডেন্টদের জীবনে সবথেকে ঝামেলা বা ভয়ের কারন হয়ে দাঁড়ায়।যদিও বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ছোট-বড় পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।যেগুলো ব্যাখ্যা করা বেশ কঠিন।কিন্তু এই পুঁথিগত বিদ্যার ক্ষেত্রে এক্সাম দিতে গেলেই যেন বিভিন্ন সমস্যা দেখা যায়।কারো জ্বর,মাথাব্যথা কিংবা কারো শরীর থরথর কাঁপার ঘটনা।
না,বন্ধুরা সকলের ক্ষেত্রে এমনটা হয় না।অনেক সাহসী স্টুডেন্ট অবশ্যই রয়েছে।যাইহোক তো আমার এম,এ ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম শুরু হয়েছিলো সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে।আর 17 তারিখে বিশ্বকর্মা পূজার দিন এক্সামের ডেট ফেলাতে আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আন্দোলন করতে শুরু করে দিলো।
কারণ বিশ্বকর্মা পূজা একটি খুবই গুরুত্বপূর্ণ পূজা,আর সেই দিন যেহেতু মেশিনারি জিনিসের পূজা করা হয়।তাই অনেক যানবাহন চলাচল করতে পারবে না,ফলে দূরের স্টুডেন্টদের জন্য প্রবলেম হবে আমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে এক্সাম দিতে আসতে।কিন্তু সব এক্সাম ঠিকঠাক হওয়ার পর শুধুই বিশ্বকর্মা পূজার দিনের এক্সামটি বাতিল করা হলো।যেটি এক্সামের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয় শুধু সংস্কৃত বিষয় ছাড়া বাকি বিষয়ের এক্সাম অক্টোবরের 10 তারিখে।
যেকোনো পরীক্ষা হতে হতে বন্ধ হয়ে গেলে সেই উদ্দীপনা বা উত্তেজনাটা নষ্ট হয়ে যায়।তেমনি ওই একটি এক্সাম আমাদের দেওয়া হয়েছিলো 20 দিন পর ডেট পাল্টে।অর্থাৎ এর মাঝেই দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি পড়েছিলো ।যাইহোক তো ছুটি কাটানোর পর 10 -ই অক্টোবর অর্থাৎ শুক্রবার এক্সামটি সম্পন্ন করলাম আমি।কিন্তু শরীরটা ইদানিং একটু অসুস্থ তাই চাইলেও পোষ্ট শেয়ার করতে পারিনি।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1977217436555657677?t=IKRsX_XaVVAj1fWCUhK2iA&s=19
https://x.com/green0156/status/1977218722075984184?t=NzYIdH_GA_LsQqMMH_C5Vw&s=19