"ডাটা শাকের পাতায় সরিষা চিংড়ি ভাপা রেসিপি"
নমস্কার
"ডাটা শাকের পাতায় সরিষা চিংড়ি ভাপা রেসিপি"
হ্যাঁ বন্ধুরা, ভাপা রেসিপি তো আমরা অনেকেই খেয়ে থাকি।তবে সেটা হয় কলাপাতা,কুমড়ো পাতা,কচু পাতায় কিংবা লাউ পাতায় চিংড়ি ভাপা।কিন্তু আজ আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের পাতা ব্যবহার করেছি।সেটি হচ্ছে ডাটাশাকের পাতা।আসলে এগুলো আমাদের ক্ষেতের ডাটা শাকের পাতা,পাতাগুলো এতটাই বড় হয়েছে যে দেখে লোভ সামলাতে পারলাম না।আর চিংড়ির সঙ্গে দুই রকমের সরিষা বাটা ব্যবহার করেছি।তাই ভাপা রেসিপি তৈরির পর যেমন সুন্দর সরিষার স্মেল বের হচ্ছিলো, তেমনি দেখতে লোভনীয় এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিলো।গরম ভাতে সরিষা চিংড়ি ভাপা এক অপূর্ব স্বাদ এনে দিতে পারে মুখে।তো চলুন শুরু করা যাক রেসিপিটি----
উপকরণসমূহ:
2.ডাটাশাকের পাতা - 1 ঝুড়ি
3.সাদা সরিষা- 4 টেবিল চামচ
4.কালো সরিষা- 5 টেবিল চামচ
5.লবণ- 1 টেবিল চামচ
6.হলুদ- 1/2 টেবিল চামচ
7.কাঁচা মরিচ - 4 টি
8.সরিষা তেল- 5 টেবিল চামচ
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি আমাদের ক্ষেত থেকে কিছু ডাটাশাকের বড় পাতা তুলে নিলাম।
ধাপঃ 2
এবারে গোটা পাতাগুলো বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম।
ধাপঃ 3
এখন আমি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে নিলাম।
ধাপঃ 4
এরপর সাদা সরিষা,কালো সরিষা আর কালো মরিচ শীল পাটায় একত্রে বেটে নিতে হবে।
ধাপঃ 5
তো আমি মিহি করে সরিষাগুলি বেটে একটি পাত্রে তুলে নিলাম।
ধাপঃ 6
এবারে আমি পরিমাণ মতো লবণ, হলুদ ও সরিষার তেল দিয়ে নেব সরিষা বাটার মধ্যে।
ধাপঃ 7
এখন সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে মিশিয়ে নেব।
ধাপঃ 8
তো সরিষা চিংড়ির মিশ্রণটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে।
ধাপঃ 9
এখন ডাটা শাকের দুটি পাতা একত্রে নিয়ে তার উপরে অল্প সরিষা চিংড়ির মিশ্রণ দিয়ে নেব।
ধাপঃ 10
এরপর হাত দিয়ে পাতাগুলো ভাঁজ করে মুড়িয়ে নেব।
ধাপঃ 11
তো আমি একইভাবে সবগুলো পাতা,সরিষা চিংড়ির মিশ্রণ দিয়ে মুড়ে নেব।
ধাপঃ 12
এখন একটি কড়াইতে কয়েকটি মুড়ানো পাতা সাজিয়ে নেব।
ধাপঃ 13
এরপর চুলায় লো আঁচে সরিষার তেল দিয়ে দেব সামান্য পরিমাণ পাতার উপর দিয়ে।তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
ধাপঃ 14
এরপর উল্টেপাল্টে ভেজে নেব পাতাগুলো ঢাকনা দিয়ে ঢেকে।
শেষ ধাপঃ
সবশেষে একটি পাত্রে তুলে নেব ভাপাগুলি,আর পাতার ভাঁজটি সাবধানে খুলে নেব।তো তৈরি করা হয়ে গেল আমার "ডাটা শাকের পাতায় সরিষা চিংড়ি ভাপা রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।যেটি দেখতে যেমন লোভনীয় তেমনি খেতে বেশ সুস্বাদু হয়েছিল।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1963139746949112258?t=NJdIVe_Et28aZ8ubDwx7fg&s=19
https://x.com/green0156/status/1963141271654113409?t=XYJkAYxf9VnsnJbINZBVGA&s=19
বাহ আপনার রেসিপি দেখে সত্যিই খাওয়ার ইচ্ছা করছে। অনেকটাই লোভনীয় দেখাচ্ছে। রেসিপিটা খুবই সুন্দরভাবে তৈরি করেছেন আর বর্ণনাগুলো খুবই দারুণভাবে দিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার রেসিপিটি দেখে।
ধন্যবাদ ভাইয়া,আপনার সুন্দর মতামতের জন্য।
বাহ আপনি তো খুব মজার একটি রেসিপি করেছেন। ডাটা শাকের পাতার মাধ্যমে চিংড়ি ভাপা রেসিপি বানিয়েছেন। সত্যি এই ধরনের রেসিপিগুলো খাবার মজাই আলাদা। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আসলেই মজার খাবার এটি, ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
অনেক মজাদার একটা রেসিপি দেখলাম। যেটা খেতে সবাই অনেক পছন্দ করে বলে আমার মনে হয়। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে কিন্তু এরকম খাবার গুলো তৈরি করে খেতে অনেক ভালো লাগে। কেন যে এখন এটা দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল।
হ্যাঁ আপু,অনেক মজা করে খেয়েছিলাম।
এই ধরনের রেসিপিকে আমরা পাতুরী বলি। তবে তা হয় লাউ পাতা দিয়ে। ডাটা পাতা দিয়ে কখনও তৈরি করা হয়নি। তবে মনে হচ্ছে ডাটা পাতা দিয়ে বানালেও খেতে ভালই লাগবে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু,কচুপাতা ও কলাপাতায় তৈরি করা কিছুকে আমরাও পাতুরি বলি।
ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। মাঝেমধ্যে ভিন্ন ধরনের রেসিপি গুলো খাওয়ার মজাই আলাদা। আপনার তৈরি করা রেসিপিটি আমার কাছে খুব ভালো লেগেছে। এভাবে একদিন তৈরি করে দেখব। মজাদার ও ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপু,ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।
বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এই রেসিপিকে আমরা পাতুরী বলে থাকি। কয়েকদিন আগে পাতুরী রেসিপি বাসায় খেয়েছিলাম। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া, অনেকেই একে পাতুরী বলে থাকে।আপনার সুন্দর অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।