diy- "একটি ম্যান্ডেলা আর্ট"
নমস্কার
diy-একটি ম্যান্ডেলা আর্ট:
এক্সাম মানেই ঝামেলার।আর এই এক্সামের জন্য দীর্ঘদিন ধরে কোনো আর্ট করা হয়নি।তাই আজ সকালে বৃষ্টিমুখর ঠান্ডা পরিবেশে আর্ট করতে বসে পড়লাম।যদিও খুব বেশি দক্ষতা আমার নেই,তবুও যেটুকু সামান্য দক্ষতা আছে সেটা দিয়েই চেষ্টা করলাম একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করার।এই ম্যান্ডেলা আর্টগুলিতে ছোট ছোট অনেক ডিজাইন ফুটিয়ে তোলা যায়।তাই এটি আঁকতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও।আশা করি এই ম্যান্ডেলা আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.কাঁটা কম্পাস
3.রঙিন মার্কার পেন
4.কালো বলপেন ও
5.স্কেল
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি কাঁটা কম্পাস ও পেন্সিল দিয়ে দুটি বৃত্ত একে নিলাম।তারপর কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।
ধাপঃ 2
এখন ভিতরের বৃত্তের মধ্যে স্কেল দিয়ে দাগ কেটে নিলাম।এরপর রবার দিয়ে মুছে নিলাম বৃত্তের পেন্সিল দাগগুলো।
ধাপঃ 3
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 4
এরপর সবুজ রঙের মার্কার পেন দিয়ে আমি বৃত্তের মধ্যে রং করে নিলাম কিছু অংশ।
ধাপঃ 5
এবারে সবুজ রঙের পাশে দাগ কেটে নেওয়া ফাঁকা অংশে আলাদা আলাদা রঙের মার্কার পেন দিয়ে আলাদা আলাদা ডিজাইন একে নিলাম।
ধাপঃ 6
এখন দুই বৃত্তের মধ্যে বিভিন্ন রং দিয়ে দাগ টেনে ডিজাইন একে নিলাম।
শেষ ধাপঃ
এরপর বৃত্তের মধ্যে ফাঁকা অংশে লতাপাতার ডিজাইন একে নিলাম।সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার " একটি ম্যান্ডেলা আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1970375236311740607?t=VHhKlqd4d8omP3STdeAKSQ&s=19
https://x.com/green0156/status/1970377906439196762?t=WhC8m55zJDE06S5000uvcA&s=19
https://x.com/green0156/status/1970378646650024050?t=CdCqTlFM4Yh-MgjDmgwxAQ&s=19
টুইটার লিংক