diy-"পাতার মধ্যে বোহো আর্ট"
নমস্কার
diy-পাতার মধ্যে বোহো আর্ট:
মাঝে মাঝেই আর্টের দুনিয়ায় ডুবে থাকতে ভালোই লাগে।আর ঠান্ডা পরিবেশ হলে তো কথাই নেই।আর ইদানিং কিন্তু হালকা শীত পড়তে শুরু করে দিয়েছে।তেমনই একটি ঠান্ডা পরিবেশের মুহূর্তে আজ সন্ধ্যায় আর্ট করতে বসে পড়লাম।যদিও খুব বেশি দক্ষতা আমার নেই,তবুও যেটুকু সামান্য দক্ষতা আছে সেটা দিয়েই চেষ্টা করলাম পাতার মধ্যে বোহো আর্ট করার।পাতার সরু সরু দাগ টানতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও সুন্দর লাগে।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.জেল পেন ও
4.কালো বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি পাতার গঠন একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।
ধাপঃ 2
এরপর পাতার মধ্যে শিরা একে নিলাম।
ধাপঃ 3
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 4
এবারে পাতার শিরার মধ্যে সরু সরু দাগ টেনে একে নেব কালো রঙের বলপেন দিয়ে।
ধাপঃ 5
এরপর জেল পেন ও রঙিন মার্কার পেন দিয়ে পাতার সামনে ও মধ্যে বোহো আর্ট করে নেব।
শেষ ধাপঃ
সবশেষে কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।তো অঙ্কন করা হয়ে গেল আমার "পাতার মধ্যে বোহো আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
বোহো আর্ট গুলিতে এক চমৎকার সৌন্দর্য বিদ্যমান যা দেখলেই বোঝা যায়। আপনার বোহ আর্ট টি দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ধাপকে সুন্দর গণনা সহকারে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। আশা করি আগামীতেও আপনার পোস্টে এরকম চমৎকার আর্ট দেখতে পারবো।
ধন্যবাদ ভাইয়া, উৎসাহ পেলাম আপনার মন্তব্য পড়ে।
টুইটার লিংক
ওয়াও আপনি তো খুব সুন্দর করে পাতার মধ্যে বোহো আর্ট করেছেন। এই আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও এই আর্ট গুলো খুব কমে করা হয়। ধন্যবাদ ধৈর্য ধরে এত সুন্দর একটি বোহো আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
পাতার মধ্যে বোহো আর্ট করেছেন দেখে ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।