স্বরচিত কবিতা: "বিভীষিকাময় মন"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
কিছু অপ্রিয় সত্য প্রকাশ পায়
ক্ষণকালের অজানা ঠিকানায়,
কিছু স্বপ্ন পূরণ হতে পারতো সহজেই!
কিন্তু বিষয়গুলি জটিল থেকে জটিলতর,
করে ফেলি আপনজনের আশা পূরণ করতে বড়।
কিছু স্বপ্ন ইচ্ছে করেই দিই ঠেলে
যখন পরিস্থিতি বদলে গিয়ে হতো মনোরম,
কিছু আশা জলাঞ্জলী দিই বাস্তবে
যেখানে ভেবে চলি দুটি আঁখি মেলে,
অপেক্ষারা হয়তোবা হাতছানি দিয়ে ডাকবে।
তবে জানতে বড্ড ভুল ছিল--
অপেক্ষারা কখনোই ক্লান্ত হয় না!
কেউ পথপানে দৃষ্টি দিয়ে বসে থাকে না!
প্রতিদিন রোজকারের মতো সকাল হয়
দিনের বদল হয়,পাখিরা উড়ে বেড়ায়,
কিন্তু এই বিভীষিকাময় মনে
কারো স্থান হয় না!
জায়গাটা সেই শুন্য হয়েই রইয়ে গেছে
একটি পাখির ঝরা পালকের মতোই,
একা থেকে বড্ড বেশি একেলা।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে কিছু বিষয়কে কেন্দ্র করে।যা দূরে থাকলেও কাছ থেকে উপলব্ধি করা যায়।আর মনের যন্ত্রণাগুলিকে সান্ত্বনা দেওয়া যায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
বিভীষিকাময় মন

ক্ষণকালের অজানা ঠিকানায়,
কিছু স্বপ্ন পূরণ হতে পারতো সহজেই!
কিন্তু বিষয়গুলি জটিল থেকে জটিলতর,
করে ফেলি আপনজনের আশা পূরণ করতে বড়।
কিছু স্বপ্ন ইচ্ছে করেই দিই ঠেলে
যখন পরিস্থিতি বদলে গিয়ে হতো মনোরম,
কিছু আশা জলাঞ্জলী দিই বাস্তবে
যেখানে ভেবে চলি দুটি আঁখি মেলে,
অপেক্ষারা হয়তোবা হাতছানি দিয়ে ডাকবে।
তবে জানতে বড্ড ভুল ছিল--
অপেক্ষারা কখনোই ক্লান্ত হয় না!
কেউ পথপানে দৃষ্টি দিয়ে বসে থাকে না!
প্রতিদিন রোজকারের মতো সকাল হয়
দিনের বদল হয়,পাখিরা উড়ে বেড়ায়,
কিন্তু এই বিভীষিকাময় মনে
কারো স্থান হয় না!
জায়গাটা সেই শুন্য হয়েই রইয়ে গেছে
একটি পাখির ঝরা পালকের মতোই,
একা থেকে বড্ড বেশি একেলা।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1975883901789958189?t=1qCLm1qg_wsk1uWNzQ-0hQ&s=19
https://x.com/green0156/status/1975884787534717110?t=lDgXVIlnreV-5UyRxNfMnQ&s=19
পরিবেশ পরিস্থিতি এবং সময়ের পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের জীবনটা বিভিন্ন সময়ে বিভিন্ন ধাচের হয়ে থাকে। আমরা আমাদের জীবনের দায়িত্ব গ্রহণ করার জন্য বিভিন্ন সময় আমাদের বিভিন্ন শখগুলিকে বিসর্জন দিয়ে থাকি। অন্যের স্বপ্ন পূরণ করার জন্য। যাইহোক খুবই সুন্দর কবিতা লিখেছেন ভালো লাগলো পড়ে।
ধন্যবাদ, আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।