"কম উপকরণ দিয়ে নকশী পিঠা রেসিপি"
নমস্কার
কম উপকরণ দিয়ে নকশী পিঠা রেসিপি:
নকশী পিঠা,এই পিঠার মধ্যে লুকিয়ে থাকে কত আবেগ,কত ছোট-বড় স্বপ্ন।তো আমি আজ নকশী পিঠা তৈরি করেছি।যেটা পুরোনো দিনে বেশ জনপ্রিয় ছিল।এই পিঠাটি খুব সহজেই কম উপকরণ দিয়ে তৈরি করা যায়।আর পিঠাটিতে আমি কোনো মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করিনি।কারন এটি তৈরির পর এটি যেমন চিনি কিংবা গুড় দিয়ে খাওয়া সম্ভব তেমনি আবার ডাল কিংবা ভর্তা দিয়ে খাওয়া যায়।তাই আমি এই পিঠাটির ডিজাইন পাতার সেপ দিয়ে ফুটিয়ে তুলেছি হাতের সাহায্যে।তাছাড়া এই পিঠাটি পটল ভর্তা দিয়ে পরিবেশন করেছিলাম আমি।যেটা খেতে খুবই সুস্বাদু ও মজার হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.লবণ-1/3 টেবিল চামচ
3.সাদা তেল- 1কাপ
4.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে লবণ ও সামান্য সাদা তেল দিয়ে মিশিয়ে নিলাম।
ধাপঃ 2
ধাপঃ 3
এখন আমি ময়দা মেখে ডো তৈরি করে নিলাম।
ধাপঃ 4
এরপর চারটি ভাগ করে নিলাম ডো টি।এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম।
ধাপঃ 5
এবারে ডো এর একটি ভাগ নিয়ে বেলনের মাধ্যমে বেলে রুটির মতো তৈরি করে নিলাম।
ধাপঃ 6
এখন রুটিটি মাঝবরাবর কেটে নেব চার টুকরো করে।
ধাপঃ 7
এরপর রুটির এক টুকরো নিয়ে ভাঁজ করে নেব।
ধাপঃ 8
একইভাবে প্রত্যেক টুকরো ভাঁজ করে নিয়ে একটির উপর আরেকটি সমানভাবে সাজিয়ে নেব।
ধাপঃ 9
এখন একটি চাকুর সাহায্যে ত্রিভুজের মতো অংশটি হালকা চাপ দিয়ে ডিজাইনগুলো হাতের মাধ্যমে তৈরি করে নেব। দুইপাশ দিয়ে রুটির ভাঁজ করা টুকরোর সরু মাথা নিয়ে আটকে নেব ।
ধাপঃ 10
তো আমি এইভাবে পাতার সেপ দিয়ে ডিজাইনটি তৈরি করে নিলাম।
ধাপঃ 11
এভাবে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নিলাম।
ধাপঃ 12
এখন চুলায় মিডিয়াম আঁচে একটি পরিস্কার কড়াই বসিয়ে দেব এবং তেল দিয়ে গরম করে নেব।
ধাপঃ 13
এরপর নকশী পিঠাগুলি দিয়ে উল্টেপাল্টে ভেজে নেব।
ধাপঃ 14
তো আমি এভাবে লাল রঙের করে ভেজে নেব পিঠাগুলি।
শেষ ধাপঃ
তো আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়ে তুলে নিলাম একটি পাত্রে।তো তৈরি করা হয়ে গেল আমার"কম উপকরণ দিয়ে নকশী পিঠা রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে মিষ্টি জাতীয় কোনো কিছুর সঙ্গে কিংবা কোনো ভর্তার সঙ্গে।যেটা খেতে অনেক সুন্দর ও মজাদার হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1947904208549908858
https://x.com/green0156/status/1947907931493830881
https://x.com/green0156/status/1947908259811365087
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা রেসিপি। অনেক বেশি খেতেও ইচ্ছে করছে এটা। শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
আপনার সুন্দর মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে।
এই মজাদার রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।
হ্যাঁ ভাইয়া, চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার।ধন্যবাদ আপনাকে।
পিঠা পুলি খেতে ভালই লাগে আমার কাছে তবে অল্প উপকরণ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে নকশী পিঠা তৈরি করেছেন। দেখে খেতে ইচ্ছে করছে। আপনার তৈরি করা পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু নকশি পিঠাগুলো পুরনো দিনে খুব জনপ্রিয় ছিল। আজকে আপনি খুব সুন্দর করে নকশী পিঠা রেসিপি করেছেন। তবে আমাদের গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত মেহমান আসলে এই পিঠা গুলো তৈরি করা হয়। ধন্যবাদ খুব সুন্দর করে নকশী পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার সুন্দর অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু আপনাকে ও।
সামান্য উপকরণে বেশ মজার একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন। যে কেউ সহজেই এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। আর খেতেও বেশ মজা এই পিঠা ।তবে আমি এই পিঠা চিনি দিয়ে বানাই।
আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে আপু।
নকশী পিঠা অনেক সুস্বাদু হয়ে থাকে৷ আর আমি এটি প্রায় সময় খেয়ে থাকি৷ আজকে যেভাবে আপনি এত সুস্বাদু একটি পিঠা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ একইসাথে এখানে এই রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে এত সুস্বাদু একটি রেসিপি সম্পর্কে জানতে পারলাম তার পাশাপাশি এখানে আপনি এই রেসিপি তৈরি করার ধাপগুলো একের পর এক খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনি নকশী পিঠা প্রায় খেয়ে থাকেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।