"আন্দামানের সুপারি বীজ রোপনের প্রক্রিয়া"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক তারপরও চলে আসলাম নতুন একটি ভিন্নরকম অনুভূতি নিয়ে।

আন্দামানের সুপারি বীজ রোপনের প্রক্রিয়া:

GridArt_20250608_200423278.jpg

বন্ধুরা,আজ কথা বলবো সুপারি নিয়ে।আসলে গ্রামের দিকে প্রায় সকলের বাড়িতেই সুপারি গাছ দেখতে পাওয়া যায়।তেমনি আমাদের গ্রামের বাড়িতেও অনেক সুপারি গাছ ছিল।আর সুপারি পেকে গেলে তা গাছ থেকে পেড়ে রোদে শুকিয়ে তারপর বিক্রিও করতাম।কিন্তু আমাদের বর্ধমানে সুপারি গাছ নেই বললেই চলে।খুবই কম সংখ্যক গাছ চোখে পড়ে, কিন্তু পরশুদিন একজন আমাদের চেনা মানুষ ট্রে ও আন্দামানের সুপারি নিয়ে আমাদের বাড়িতে হাজির।যদিও বাড়িটা আমাদের কিন্তু সুপারিগুলো ওই লোক কিনে এনেছে রোপন করবে বলে আমাদের বাড়িতে।যারা বুদ্ধিমান মানুষ তারা নিশ্চয়ই আমার এই কথাটি বুঝতে পারবেন।

IMG-20250608-WA0004.jpg

সুপারিগুলি ছিল আন্দামানের আর অনেকটা বড় সাইজের।যাইহোক এই সুপারি নিয়ে কত জল্পনা কল্পনা------সুপারি গাছের মাথি খেলে মাথা ঘোরে, সুপারি গাছ ও সুপারির খোসা পোড়ালে মাথা ব্যথা করে।তার উপরে আবার শৈশবের ওই এক মুঠো হাসি লুকিয়ে থাকে সুপারি গাছের পাতার খোলের মাঝে।সেই যে শক্ত করে বসে থাকা আর অপর জন টেনে নিয়ে চলা।কখনো উল্টে পড়ে যাওয়া তো কখনো আবার হাত মাটিতে ঘষে গিয়ে ব্যাথা পাওয়া।কি মিষ্টি একটা মুহূর্ত তাইনা!!!!তো চলুন সুপারি লাগানোর প্রক্রিয়া শুরু করা যাক----

প্রক্রিয়া:

IMG_20250608_194128.jpg

প্রথমে সুপারিগুলি নিয়ে নিলাম।যেগুলোর প্রত্যেকটির দাম ছিল 6 টাকা করে।

IMG_20250608_194058.jpg

এবারে ট্রের মধ্যে একটি পলিথিন পেপার পেতে নিয়ে ঝরঝরে মাটি দিয়ে ভরাট করে নিলাম।

GridArt_20250608_194031758.jpg

এখন আমার বাবা সুপারি বীজগুলো রোপন করে দিয়ে ওই লোককে সাহায্য করছে।

IMG_20250608_194104.jpg

সুপারিগুলি যেহেতু বেশ বড় সাইজের ছিল তাই একটি ট্রে এর মধ্যে সব বীজ ধরেনি।তাই কিছুটা বীজ মাটিতে পুঁতে দিতে হয়েছে।

IMG_20250608_194115.jpg

সব সুপারি বীজ যখন রোপন করা শেষ তখন কিছু পচে যাওয়া খড় ট্রে এর মধ্যে ও বাইরের রোপন করা জায়গায় বিছিয়ে দিয়ে ঢেকে দেব।সবশেষে জল দিয়ে ছিটে মারতে হবে যাতে সব জায়গায় সমান মাত্রায় জল পড়ে। তো এটাই ছিল আমার আন্দামানের সুপারি বীজ রোপনের প্রক্রিয়া।দেখা যাক,এখন বীজ থেকে চারা কবে বের হয়!!


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,পালসিট

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg

আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।</div

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বেশ ইউনিক দেখতে আন্দামানের সুপারি গুলো। আমাদের এখানকার থেকে একটু অন্যরকম দেখতে। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। খুব সুন্দরভাবে আপনি পর্যায়ক্রমে আমাদের সামনে বীজ রোপনের পদ্ধতি তুলে ধরেছেন, বেশ ভালো লাগলো।

 last month 

ঠিক বলেছেন আপু,এই সুপারিগুলি বেশ বড় সাইজের দেশি সুপারির তুলনা।ধন্যবাদ আপনাকে।