Diy- "আনারস কাটার সহজ পদ্ধতি"

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী diy পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- আনারস কাটার সহজ পদ্ধতি:

GridArt_20250802_122833400.jpg

বন্ধুরা, সিজনারী ফল আমরা অনেকেই খেয়ে থাকি।কিন্তু এর সঠিক কাটিং পদ্ধতি হয়তো আমাদের অজানা থাকে।যেহেতু গতদিন আমাদের বাড়িতে 50 টাকা দিয়ে একটি পাকা আনারস কিনে আনা হয়েছিল।আর সেটা সাইজে অনেকটাই বড় ও সুগন্ধযুক্ত ছিল,আমরা অবশ্য গ্রাম্য ভাষায় বেনারস বলে থাকি এটিকে।যাইহোক কারন আনারসের সাইজ অনেক ছোট হয় কিন্তু এই বেনারস অনেক বড় সাইজের হয়ে থাকে।যাইহোক তাই এটিকে আজ আমি সহজ পদ্ধতিতে কাটিং করেছি।আনারসটি কাটিং করার পর সবগুলো কোয়া আলাদা হয়ে যায়, যেগুলো আইসক্রিমের মতো করে তুলে খাওয়া যায়।তাই বাচ্চা থেকে বয়স্ক সবাই যেমন খুশি হয় তেমনি খেতেও বেশ সুবিধা হয়।তো এটি কাটিং করার পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই diyটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250802_122902.jpg

উপকরণ:

1.আনারস -1 টি
2.চাকু
3.বোর্ড

IMG_20250802_122316.jpg

কাটিং পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20250802_122335.jpg
প্রথমে আমি আনারসের মুখের গাছটি ভেঙে নিয়ে দুইপাশ কেটে জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে।

ধাপঃ 2

IMG_20250802_122350.jpg
এরপর আনারসের মাঝবরাবর কেটে নেব ।

ধাপঃ 3

IMG_20250802_122401.jpg
তো আনারসটি খুবই পাকা ও সুবাসযুক্ত ছিল।আর ভিতরে বেশ রসালো ও লাল-হলুদ কালারের ছিল।

ধাপঃ 4

IMG_20250802_122423.jpg
এখন আমি আনারসের এক চাকা নিয়ে কোয়াযুক্ত দিকটি উপুর করে নিলাম বোর্ডের উপরে।

ধাপঃ 5

IMG_20250802_122436.jpg
এবারে একটি ধারালো চাকুর সাহায্যে কোয়াগুলি যেদিকে সজ্জিত রয়েছে সেই বরাবর কাটিং করে নেব।

ধাপঃ 6

IMG_20250802_122514.jpg
এখন একদিক দিয়ে কেটে নিয়ে অপর পাশটিও একইভাবে কোয়াযুক্ত বরাবরভাবে কাটিং করে নেব।

ধাপঃ 7

IMG_20250802_122549.jpg
তো আমি এইভাবে আনারসটি কেটে নিলাম খুবই সাবধানে।যাতে সবগুলো কোয়া সমান হয়।

শেষ ধাপঃ

IMG_20250802_122613.jpg

IMG_20250802_122631.jpg
সবশেষে উপর থেকে তুলে নিলে সমানভাবে উঠে আসে আনারসের প্রত্যেকটি আলাদা কোয়া।আর দেখতেও অনেকটা আইসক্রিমের মতোই হয়ে থাকে পিচগুলি।তো এটি এখন পরিবেশন করতে হবে।আনারসটি খুবই রসালো ও মজাদার ছিল খেতে।।


আশা করি আমার আজকের diyটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 3 days ago 
 5 days ago 

টাস্ক প্রুফ:

IMG_20250803_203736.jpg

IMG_20250803_203712.jpg

কমেন্টেস লিংক--
https://x.com/green0156/status/1952022528689643569

https://x.com/green0156/status/1952022991526826336

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

আনারস আমার পছন্দের ফল গুলোর মধ্যে একটি।তবে কাটতে গেলে বেজায় বিরক্ত লাগে।কিন্তু আজকে এই আনারস কাটার সহজ একটি পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম।এখন থেকে এই পদ্ধতিটাই এপ্লাই করবো আনারস কাটতে।ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

অবশ্যই ভাইয়া, এই পদ্ধতিতে সহজেই কাটতে পারবেন আশা করি।ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

আনারস কাটার সহজ পদ্ধতি তুলে ধরেছেন দেখে খুবই ভালো লেগেছে। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপু। ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

 4 days ago 

ধন্যবাদ আপনাকেও ভাইয়া।