"সুজির ক্ষীরসা দিয়ে পাটিসাপটা রেসিপি"

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আজ চলে আসলাম আমি @green015 আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করতে।তো চলুন শুরু করা যাক---

সুজির ক্ষীরসা দিয়ে পাটিসাপটা রেসিপি:

GridArt_20250929_002553154.jpg

দেখতে দেখতে দুর্গাপূজা চলে আসলো।তাই সকলকে জানাই দূর্গা পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।একদিকে পূজার ব্যস্ততা চলছে অন্যদিকে আমার শরীরটা ঠিক ভালো নেই।সেজন্যই নিয়মিত পোষ্ট শেয়ার করতেও পারছি না।শরীর ভালো না লাগলে কোনো কাজ করতেও মন বসে না।যাইহোক আজ আমি সুজির ক্ষীরসা দিয়ে পাটিসাপটা রেসিপি তৈরি করেছি।যেটি বেশ নরম ও সফট জাতীয় পিঠা।তাই বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই মজার পিঠা খেতে বেশ পছন্দ করে।আশা করি ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের সকলের কাছেও।তো চলুন শুরু করা যাক-----

IMG_20250929_003328.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.আটা-1.5 কাপ
2.সুজির ক্ষীরসা - 1 কাপ
3.সামান্য লবণ
4.চিনি- 2 টেবিল চামচ
5.জল

IMG_20250929_001602.jpg

IMG_20250929_001756.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250929_001627.jpg
প্রথমে আমি পরিমাণ মতো আটা নিয়ে তার মধ্যে সামান্য লবণ ও জল মিশিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20250929_001648.jpg
এখন আটার একটি পাতলা বেটার তৈরি করে নেব।তারপর একটু চিনি মিশিয়ে নেব।

ধাপঃ 3

IMG_20250929_001825.jpg
এবারে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর বেটারটি পুনরায় নেড়েচেড়ে নেব।

ধাপঃ 4

IMG_20250929_001843.jpg
এখন অল্প অল্প পাতলা বেটার নিয়ে পরিষ্কার একটি কড়াইতে দিয়ে দেব মিডিয়াম আঁচের জ্বালে।

ধাপঃ 5

IMG_20250929_001859.jpg
এবারে এমন রুটির মতো সেপ দিয়ে নেব।

ধাপঃ 6

IMG_20250929_001921.jpg
এরপর ওই রুটি সেদ্ধ হয়ে গেলে ,রুটির একপাশে সুজির ক্ষীরসা একটু দিয়ে নেব।

ধাপঃ 7

IMG_20250929_001945.jpg
এবারে একটি বড় চামচের সাহায্যে সাবধানে পিঠাটি উল্টে নিতে হবে।

শেষ ধাপঃ

IMG_20250929_002236.jpg
একইভাবে আরো কিছু পাটিসাপটা পিঠা তৈরি করে নেব।

পরিবেশন:

GridArt_20250929_003006392.jpg

IMG_20250929_002206.jpg

IMG_20250929_003242.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার "সুজির ক্ষীরসা দিয়ে পাটিসাপটা রেসিপি"। এটি খেতে দারুণ স্বাদের হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 days ago 

পাটিসাপটা পিঠা তৈরির আজকে আরো নতুন একটি পদ্ধতি দেখলাম। খুবই সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমাদের মাঝে তুলে ধরেছেন সুন্দর বর্ণনা সহকারে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে পিঠাগুলি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।

 2 days ago 

হুম ভাইয়া, খুবই সুস্বাদু ছিল খেতে।ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

মজার মজার খাবার গুলো খেতে আমি একটু বেশি ভালোবাসি। আর যদি এরকম খাবার হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে আপনার রেসিপিটা। এরকম লোভনীয় খাবারগুলো দেখলে আমার অনেক লোভ লাগে। মাঝেমধ্যে এই খাবারগুলো আমার খাওয়া হয়ে থাকে। এত মজাদার রেসিপি নিয়ে সবার মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

আপনার তৈরি করে পাটিসাপটা দেখেই তো মুখের মধ্যে পানি চলে আসলো৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে রেসিপি তৈরি করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 3 hours ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।