"পাকা ডুমুর খাওয়ার অনুভূতি"
নমস্কার
পাকা ডুমুর খাওয়ার অনুভূতি:
গ্রাম বাংলার অতি জনপ্রিয় ও পরিচিত একটি ফল হচ্ছে ডুমুর।এই ডুমুর আবার সবজি হিসেবে খাওয়া যায়।তবে আমাদের এখানে দুই প্রকার ডুমুর পাওয়া যায়।যেটি দেশি ডুমুর আর একটি যজ্ঞ ডুমুর।দেশি ডুমুর প্রচুর পরিমাণে ধরে থাকে গাছে এবং এটি খাওয়ার উপযোগী।কিন্তু যজ্ঞ ডুমুরগুলি খুবই কম ধরে থাকে গাছে আর সাইজে বড় হয় কিন্তু পেকে গেলে ভিতরে খুবই পোকা ধরে যায়।ছোটবেলায় আমি অবশ্য যখনই এই বড় পাকা যজ্ঞ ডুমুর খেতাম তখনই ধোকা খেতাম। কারন ডুমুরের গায়ে যেই এক কামড় বসাতাম তখনই ভিতর থেকে বড় পোকা বেরিয়ে আসতো।
দেশি ডুমুর খুবই উপকারী।তাছাড়া বিভিন্ন কাজে এই ডুমুর কাজে লাগে।আমার মাকে ছোটবেলা থেকেই দেখতাম ডুমুরটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে।মানুষের শরীরে ফোঁড়া উঠলে ডুমুর পুড়িয়ে খেলে অনেক উপকার দেয়।এছাড়া আমি ডুমুরের কাবাব ও ভর্তা রেসিপি করে ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি।ডুমুর ভিটামিন, খনিজ এবং ফাইবারের একটি ভালো উৎস। এটি হজম স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
আমাদের বাড়িতে ছোট্ট একটি ডুমুর গাছে বেশ ভালোই ডুমুর ধরেছে।আমি সময় পেলেই সেখান থেকে ডুমুর নিয়ে রেসিপি তৈরি করে খাই।তেমনি পরশুদিন বিকালে ডুমুর গাছে হঠাৎ চোখ যেতেই দেখলাম একটি ডুমুর পেকে টইটুম্বুর হয়ে রয়েছে।আর পুরো হলুদ রঙের হয়ে গিয়েছে তাই ডুমুরটি পাড়লাম গাছ থেকে।হাতে নিয়েই দেখলাম ডুমুরের গায়ে বেশ চির চির ফাটল ধরেছে।আর মুখের দিকে ফেটে পাঁচটি ভাগ হয়ে গেছে।তো আমি ডুমুরটি ধুয়ে একটু খেতেই বুঝলাম খুবই মিষ্টি।তাই অতিরিক্ত মিষ্টি হওয়ার জন্য খেতে না পেরে আমার মাকে খেতে দিয়েছিলাম।
মায়ের মুখ থেকে শুনলাম ছোটবেলায় মায়েরা এটা খুবই মজা করে খেতো।ডুমুর একটি মিষ্টি ও নরম ফল, যা কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়।যদিও বর্তমানে ডুমুর প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে।আবার পাওয়া গেলেও অনেকেই আঠার কারনে এটি কাটার ঝামেলা আছে বলে খেতে চায় না।তবে এই পাকা ডুমুর খেতে যে খুবই মিষ্টি সেটা অনুভব করতে পারলাম।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1937036816172904512
https://x.com/green0156/status/1937037097430327567
https://x.com/green0156/status/1937039219605819862
https://x.com/green0156/status/1937039604122886525
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমানে ডুমুর গাছ দেখতে পাওয়া যায় না বললেই চলে। তবে আমিও ছোটবেলায় অনেক ডুমুর খেয়েছি। রান্না করে খেতেও যেমন ভালো লাগে তেমন পাকা ডুমুর খেতেও বেশ ভালো লাগে। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।
আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
ছোটবেলা থেকে ডুমুর রান্না করে অনেকবার খাওয়া হয়েছে তাও আবার বাজার থেকে কিনে এনে। কিন্তু কখনো ডুমুর গাছ থেকে পেড়ে খাওয়া হয়নি বা এমন পাকা ডুমুর কখনো খাইনি। গ্রামের দিকে গেলে এমন ডুমুর গাছ অনেক দেখেছি কিন্তু আমাদের এলাকায় কোথাও দেখিনি তাই এমন পাকা ডুমুর খাওয়ার সৌভাগ্য হয়নি। আপনার এই পোষ্টের মাধ্যমে ডুমুর সম্পর্কে জেনে ভালো লাগলো।
এইবার গ্রামে গেলে খেয়ে দেখবেন আপু,ধন্যবাদআপনাকে।