স্বরচিত কবিতা: "একফোঁটা আলো"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।দুই থেকে তিনদিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য এখন আবহাওয়াটা অনেকটাই শান্ত।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
ভালোবাসি তোমায় অফুরন্ত
একবুক আশা নিয়ে বাড়-বাড়ন্ত,
একফোঁটা আলো-ই যথেষ্ট
বেঁচে থাকার শেষ জ্যোতি তুমি,
অন্ধ গুহার মাঝেও আমি নই নিঃসঙ্গ
ভীত-দুর্বলতা আমাকে ঘিরে ধরে না,
ভালোবাসার কাছে আমি নির্ভীক।
একফোঁটা আলো কখনো মিলিয়ে যায়
আবেগে বা কখনো স্বার্থমাখা দেওয়ালে,
আমি রূপ খুঁজি বাস্তবতার,সত্যতার
কঠিনতার মাঝে সহজে ব্যক্ত করা ভাষার।
ভালোবাসাগুলি বড্ড বেশি এলোমেলো
নকশা বদলের সীমানার মতো,
তোমার আলোয় আলোকিত হই আমি
নতুন প্রাণে আশার সঞ্চার পাই খুঁজি।
কখনো আঁকাবাঁকা প্রান্ত ধরে আমার দিকে
কখনো বা এই জগতে বহুরূপী সাজে,
বদ্ধ ঘরের একফোঁটা আলো-ই তখন
আমার, আপনার এবং নুয়ে পড়া মনের সম্বল।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসার মানুষকে কেন্দ্র করে।ভালোবাসার মানুষগুলো অনেক বেশি ভাবুক,আবার কখনো আবেগী তো কখনো স্বার্থবাদী হয়ে থাকে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম ছোট্ট একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
একফোঁটা আলো

একবুক আশা নিয়ে বাড়-বাড়ন্ত,
একফোঁটা আলো-ই যথেষ্ট
বেঁচে থাকার শেষ জ্যোতি তুমি,
অন্ধ গুহার মাঝেও আমি নই নিঃসঙ্গ
ভীত-দুর্বলতা আমাকে ঘিরে ধরে না,
ভালোবাসার কাছে আমি নির্ভীক।
একফোঁটা আলো কখনো মিলিয়ে যায়
আবেগে বা কখনো স্বার্থমাখা দেওয়ালে,
আমি রূপ খুঁজি বাস্তবতার,সত্যতার
কঠিনতার মাঝে সহজে ব্যক্ত করা ভাষার।
ভালোবাসাগুলি বড্ড বেশি এলোমেলো
নকশা বদলের সীমানার মতো,
তোমার আলোয় আলোকিত হই আমি
নতুন প্রাণে আশার সঞ্চার পাই খুঁজি।
কখনো আঁকাবাঁকা প্রান্ত ধরে আমার দিকে
কখনো বা এই জগতে বহুরূপী সাজে,
বদ্ধ ঘরের একফোঁটা আলো-ই তখন
আমার, আপনার এবং নুয়ে পড়া মনের সম্বল।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1936607381149860203
https://x.com/green0156/status/1936608173386801659
https://x.com/green0156/status/1936611460677021955
https://x.com/green0156/status/1936611776965308426
https://x.com/green0156/status/1936628300493045902
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।
আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন।
প্রতিনিয়ত আর চেষ্টা করা হয় কই ভাইয়া!আসলে সপ্তাহে একটি করে কবিতা লেখা হয়, ধন্যবাদ আপনাকে।