"পাকা পটল বাটা/ভর্তা রেসিপি"

in আমার বাংলা ব্লগ8 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।

পাকা পটল বাটা/ভর্তা রেসিপি:

GridArt_20250914_170711707.jpg

অনেক দিন ধরেই কোনো রেসিপি শেয়ার করা হয় না।কারন রেসিপি তৈরি করা একটু সময়সাপেক্ষ বিষয়।তারপরও আজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম।এই রেসিপিটি কিছুদিন আগে আমার তৈরি করা ছিল।বাড়িতে অনেকগুলো পাকা পটল ছিল।তাছাড়া এই পাকা পটল দ্রুত নষ্ট হয়ে যায় তাই এর সদ্ব্যবহার করলাম।সবসময় পটল ভাজি বা ঝোল খেতে ভালো লাগে না।তাই পটল কেটে প্রথমে ভেজে নিয়ে শীল-পাটায় বেটে পুনরায় রান্না করে ভর্তা তৈরি করে নিয়েছি।যেটি দেখতে যেমন লোভনীয় তেমনি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিলো।এই ভর্তা রেসিপি দিয়ে একথালা গরম ভাত নিমিষেই উধাও হয়ে যাবে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের ভর্তা রেসিপিটি।তো চলুন শুরু করা যাক রেসিপিটি----

IMG_20250914_170828.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.পাকা পটল- 500 গ্রাম
2.পেঁয়াজ কুচি - 3 টি
3.রসুন- 5 কোয়া
4.শুকনো মরিচ- 2 টি
5.লবণ- 1 টেবিল চামচ
6.হলুদ- 1/2 টেবিল চামচ
7.কাঁচা মরিচ - 3 টি
8.পাঁচফোড়ন- 1/3 টেবিল চামচ
9.সাদা তেল- 3 টেবিল চামচ
10.সরিষার তেল-2 টেবিল চামচ

IMG_20250914_145556.jpg

IMG_20250914_145628.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250914_145728.jpg
প্রথমে আমি পাকা পটলগুলি ধুয়ে মাঝবরাবর কেটে নিলাম খোসাসহ।

ধাপঃ 2

IMG_20250914_145750.jpg
এখন আমি পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়িয়ে পিচ করে কেটে নিলাম।তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজ,রসুন ও গোটা শুকনো মরিচ দিয়ে দেব মিডিয়াম আঁচে।

ধাপঃ 3

IMG_20250914_145805.jpg
এখন পেঁয়াজ,রসুন ও শুকনো মরিচ ভেজে নেব হালকা করে।

ধাপঃ 4

IMG_20250914_145820.jpg
এরপর পাকা পটলগুলিও উল্টেপাল্টে ভেজে নেব তেলের মধ্যে।

ধাপঃ 5

IMG_20250914_145834.jpg
এবারে পটলের মধ্যে কাঁচা মরিচ দিয়েও ভেজে নিতে হবে।

ধাপঃ 6

IMG_20250914_145850.jpg
তো পটল ও পেঁয়াজ, রসুন,কাঁচা মরিচ, শুকনো মরিচ ভেজে তুলে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 7

GridArt_20250914_150100883.jpg
এখন একটি শীল-পাটার সাহায্যে ভেজে নেওয়া পেঁয়াজ,রসুন, মরিচগুলি বেটে নেব মিহি করে।

ধাপঃ 8

GridArt_20250914_150222638.jpg
এরপর একটি শীল-পাটার সাহায্যে ভেজে নেওয়া পটলগুলি বেটে নেব মিহি করে।

ধাপঃ 9

IMG_20250914_150319.jpg
এবারে বেটে নেওয়া সমস্ত মসলার উপকরণ ও পটলগুলি তুলে নেব একটি পাত্রে।

ধাপঃ 10

IMG_20250914_150337.jpg
এখন কড়াইতে একটু সরিষার তেল ও পাঁচফোড়ন দিয়ে নেব।

ধাপঃ 11

IMG_20250914_150443.jpg
এরপর বেটে নেওয়া পটল ও মসলাগুলি দিয়ে নেব।তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে একত্রে মিশিয়ে নেব মিডিয়াম আঁচে।

ধাপঃ 12

IMG_20250914_150424.jpg
এবারে 2-3 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ভর্তা রেসিপি।

শেষ ধাপঃ

IMG_20250914_171106.jpg

IMG_20250914_150631.jpg
সবশেষে একটি প্লেটে তুলে নিলাম রেসিপিটি।তো তৈরি হয়ে গেল আমার "মজাদার পাকা পটল বাটা/ভর্তা রেসিপি।"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250914_171425.jpg

IMG_20250914_171459.jpg

IMG_20250914_171534.jpg
এখন এটি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন লোভনীয় তেমনি খেতে বেশ সুস্বাদু ও মজাদার হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 6 days ago 
 8 days ago 

যেকোনো ভর্তাই আমার খুব পছন্দের। গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার ও পছন্দের এই রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 8 days ago 

পাকা পটল ভর্তা করলে খেতে খুবই ভালো লাগে। আর যে কোন ভর্তা আমি পছন্দ করি। সবজির ভর্তা মানে অন্যরকমের টেস্ট। ভালো লেগেছে আপনার এই রেসিপি।

 6 days ago 

তাই,আপনার অনুভূতি জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

পাকা পটল ভর্তা কখনো খেয়েছি বলে মনে হচ্ছে না। তবে রেসিপিটা দেখে মনে হচ্ছে, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ভর্তা রেসিপি আমার বরাবরই খুব পছন্দ। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 days ago (edited)

হ্যাঁ ভাইয়া, আসলেই এটি দারুণ একটি রেসিপি হতে পারে আপনার বাসার শুকনো কিংবা পাকা পটল দিয়ে।ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

আপু কাঁচা পটল বাটা ভর্তা খেয়েছি। কখনো পাকা পটল বাটা ভর্তা খাওয়া হয় নাই। তবে আপনার ভর্তা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। তবে আমার কাছে ভর্তা দিয়ে গরম ভাত এবং গরম ডাল খেতে ভালো লাগে। ভর্তা রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 days ago 

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

আজকে আপনি ভিন্ন রকম ভর্তা রেসিপি করেছেন। পাকা পটল দিয়ে ভর্তা রেসিপি বানিয়েছেন। তবে ভর্তা খেতে কম বেশি সবাই পছন্দ করে। আর ভর্তা গরম ভাত এবং পান্তা ভাত যে কোন কিছু সাথে খাওয়া যায়। লবনীয় ভর্তা রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত।

 2 days ago 

আসলেই ভাইয়া, পান্তা ভাতের সঙ্গেও ভর্তা রেসিপি ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

পাকা পটল কখনো দেখিনি এবং এরকম ভর্তা রেসিপিও কখনো দেখা হয়নি ৷ আজকে আপনার কাছ থেকে এরকম একটি রেসিপি দেখতে পেলাম৷ যেভাবে আপনি আজকের এই পাকা পটল ভর্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ একই সাথে এটি দেখে যেরকম সুস্বাদু মনে হচ্ছে৷ তেমনি এই রেসিপি তৈরি করার ধাপগুলো আপনি একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 days ago 

শুধু দেখতে নয়,খেতেও অনেক সুস্বাদু ভাইয়া।ধন্যবাদ আপনাকে।