ব্ল্যাক ওয়াটার অর্থাৎ কালো জল ।এই মুভিগুলো অনেক শিক্ষণীয় হয় যেটার সাহায্যে অনেক যন্ত্রপাতি সম্পর্কে ও জানা যায়।তাছাড়া সাবমেরিন গভীর জলের নিচে ঘোরাফেরা করে।এই মুভিগুলো খুবই ইন্টারেস্টিং হয় ।কিন্তু গল্পের মধ্যে অফিসারটি খুবই শয়তান ছিল।
আর সেই মেয়েটিকে পরে গুলি করে মেরে দেয়।
শেষমেশ এই মেয়েটি মারা যায় নি জেনে অবাক লেগেছে দাদা।কারণ লেখাই তো আছে মেরে দেয় গুলি করে।কেমন রহস্যময়,ধন্যবাদ দাদা।