আসলে মজার বিষয় হলো আপু পড়তে যাচ্ছিলাম অন্য একটি পোষ্ট কিন্তু এই পোষ্টের টাইটেল দেখে না পড়ে থাকতে পারলাম না।সত্যিই তো পাকা ঘরে পরিষ্কার করতে তো সুবিধা তবুও এই মানুষগুলো কিভাবে এতটা নোংরা বুঝতে পারছি না।জল দিলে ধুলেও তো পাকা ঘর চকচক করে, আমি তো ছবি দেখেই অবাক হলাম।না জানি সামনে থেকে দেখে আপনারা কতটা অবাক হয়েছেন!ভালো হয়েছে চলে গিয়েছে।