গরমে বাচ্চাদের ঘরে থাকতে আসলেই কষ্ট হয়।তাই খোলা পরিবেশ তাদের জন্য খুবই জরুরি।আপনি ও ভাবি দুজনের স্কুল একই ছিল বুঝলাম আর আপনার বাচ্চা সেখানে খেলাও করছে এটা আসলেই অত্যন্ত আনন্দের।মনে হয় যেন নিজেদের শৈশবে ফিরে যাওয়ার আরেক রাস্তা।ভালো লাগলো জেনে আপনার বাবুকে নিয়ে লেখা অনুভূতিগুলি পড়ে, ধন্যবাদ ভাইয়া।