You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮১

in আমার বাংলা ব্লগ2 months ago

এক পরিচালক গেছে মরুভূমিতে একটা সিনেমা বানাতে। তারা যখন শুটিং করছিল সেখানে এক স্থানীয় বৃদ্ধ এসে দেখছিল তাদের শুটিং। একসময় সে বলল, ‘কাল বৃষ্টি হবে।’

স্থানীয় বৃদ্ধের কথায় তারা গুরুত্ব দিল না। ওরা পরদিন শুটিং করতে এসে তুমুল বৃষ্টির মধ্যে পড়ল এবং শুটিং বাদ হয়ে গেল। এরপর সেই বৃদ্ধকে আবার দেখা গেল। সে বলল, ‘কাল ঝড় হবে।’

সেদিনও তার কথামতো ঝড় হলো। তখন ডিরেক্টর চিন্তা করল, আরে এই বৃদ্ধ তো আসলেই একটা কিছু। তারা কিছুদিন পর বৃদ্ধের কাছে গিয়ে বলল

—আচ্ছা আমরা আগামী পরশু কি শুটিং শুরু করতে পারব?

—জানি না।

—কেন আপনি না আবহাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারেন?

—(দীর্ঘশ্বাস) আমার রেডিওটা নষ্ট!