"এ বছরের খেজুর খাওয়ার অনুভূতি'

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।তবে গরমের যে তীব্রতা তাতে ভালো ও সুস্থ থাকাটাই একপ্রকার কঠিন।যাইহোক তারপরও চলে আসলাম নতুন একটি ভিন্নরকম অনুভূতি নিয়ে।তো চলুন শুরু করা যাক---

এ বছরের খেজুর খাওয়ার অনুভূতি:

IMG_20250605_102348.jpg

চলছে জ্যৈষ্ঠ মাস।আর এই মাসেই সেই বিখ্যাত বিখ্যাত সুস্বাদু ফলের দেখা মেলে।যেমন-আম, জাম,কাঁঠাল,তাল,লিচু,খেজুর আরো কত কি!এককথায় জ্যৈষ্ঠ মাস মানেই রকমারী ফলের সমাহার।আর বছরের একটি সময় সব ফলের স্বাদ আমাদের গ্রহণ করাটা ভীষণ প্রয়োজন।তাছাড়া ফল খেলে শরীরের জন্যও খুবই উপকারী।আর এই জ্যৈষ্ঠ মাসে যে গরম পড়ছে তাতে কোনো ফল পাকতে না চাইলেও পাকতে বাধ্য হবে।হি হি☺️☺️,যাইহোক তো আজ আমি গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে গাছের খেজুর নামাতে।

IMG_20250605_102256.jpg

প্রতিদিন রোজ ভোরে এখন আমার এটাই কাজ।আসলে সকালে বেশ ঘুম পায়,ঘুম থেকে উঠতেও বেশ আলসেমি কাজ করে।তবে আমি উঠতে না চাইলেও আমার মা আমাকে ডেকে তুলে দেয়।আসলে পাখি গাছে চলে আসার আগেই খেজুর পাড়তে যেতে হয়।না হলে সব খেজুর পাখিতে খেয়ে যায়।বিশেষ করে শালিক ও বুলবুলি পাখি তো সারাক্ষণ গাছেই থাকে।ঠিক টের পায় কখন ফল পাকে।তাই আমি খুব ভোরে একটি লগা ও একটি ঝাঁকি নিয়ে চলে যাই।

IMG_20250605_102312.jpg

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে লগা আবার কি??আসলে আমরা যাকে আশকুরী বলতাম এখানে বর্ধমানের মানুষ তাকে লগা বলে।অর্থাৎ যে বাঁশের কঞ্চি দিয়ে আমি খেজুর পাড়বো সেটি।গাছের খেজুর খুবই উপকারী, যেটা শুধুমাত্র সিজনেই পাওয়া যায়।তাছাড়া এই খেজুর আমার খুবই প্রিয়।যদিও বর্তমানে খেজুর গাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে।তারপরও আমাদের বাড়ির এখানে অনেক খেজুর গাছ রয়েছে।এই বছর বেশ বড় সাইজের খেজুর ধরেছে আমাদের গাছটিতে।আর খেতেও অসম্ভব মিষ্টি হয়েছে।

IMG_20250605_102326.jpg

কখনো রোদ-গরম কখনো বা বৃষ্টি তাই খেজুর পেকেও ছিলো বেশ।যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তাই আমি খেজুর নামাতেই কিছু খেজুর মাটিতে পুঁতে যাচ্ছিলো।তো পাকা খেজুরগুলি প্রথমে পেড়ে তারপর কুড়িয়ে নিয়েছি।এবারে বাড়ি এনে ভালোভাবে ধুয়ে নিয়ে খাওয়ার পালা।দারুণ মিষ্টি স্বাদের ছিল খেজুরগুলি।যেহেতু আজ আমি অনেক খেজুর পেড়েছিলাম তাই কিছু খেজুর টিফিনের জন্য নিয়ে গিয়েছিলাম।

IMG_20250605_102336.jpg

তারপর ইউনিভার্সিটি গিয়ে আমার বন্ধুদেরকেও খেতে দিয়েছিলাম।তারা তো গাছের খেজুর খেয়ে বেজায় খুশি আবার নিয়ে যেতেও বললো।আসলে নিজেদের গাছের কোনো খাওয়ার জিনিস অন্য মানুষের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার আনন্দটাই আলাদা।যেটি একটি বিশেষ মুহূর্তের পরিচয় দেয়।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,পালসিট

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg

আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

খেজুরে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক শর্করা থাকে যা এনার্জি বাড়ায়।রমজানে ইফতারে খেজুর খাওয়ার রীতি আছে, কিন্তু সারা বছরই এর গুণাগুণ উপভোগ করা যায়। আপনার পোস্টে তা মনে পড়িয়ে দিল!

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, তবে এই দেশি খেজুরগুলি সারাবছর পাওয়া যায় না।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

গাছের তাজা খেজুরগুলো পাকা খাবার মজাই আলাদা। আপনি দেখছি পাকা খেজুর খেয়েছেন। তবে আমাদের এদিকে এখন খেজুর গাছ নেই আর এরকম পাকা খেজুর নেই। আর এরকম খেজুরগুলো খেলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। তবে এটি ঠিক বলেছেন খেজুরগুলো ভোরবেলা পাড়তে হয় নয়তো বা পাখি এগুলো খেয়ে ফেলে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 2 months ago 

আসলেই পাকা খেজুর খুবই উপকারী।ধন্যবাদ আপনাকে।