You are viewing a single comment's thread from:

RE: আড্ডার আসরে মসলা চায়ের উষ্ণতা☕

in আমার বাংলা ব্লগ10 months ago

বন্ধুত্বের এই স্মৃতিগুলো সারা জীবন টিকে থাকবে আপনাদের মনের কোনায় এবং স্টিমিটের পাতায়।

আমি কোন দিন মসলা চা খেয়েছি কিনা মনে করতে পারছি না। তবে লেবু চা তো অনেক খাওয়া হয়েছে!

ধন্যবাদ আপনাদের এই আনন্দঘোন মুহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে।

ভাল থাকুন।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

দুই ধরণের ব্যায়ামের ( exercise) সাথে আমরা পরিচিতঃ এরোবিক (aerobic exercise) এবং এনএরোবিক (anaerobic exercise)! সহজভাবে বললে, জিমে (Gym) বাইচেপ্স বানাতে (Muscle build-up) বা ৬ প্যাক (6-Pack abdomen) বানাতে যে ব্যায়াম করা হয় তাকে বলে এনএরোবিক এক্সারসাইজ। আর বাইরে মুক্ত পরিবেশে হাটা, দৌড়ানো, জগিং করা, সাইকেল চালানো, সাতার কাটা ইত্যাদি কে বলে এরোবিক এক্সারসাইজ। দুই ধরনের ব্যায়ামেরই উপকারীতা আছে। তবে যদি টার্গেট হয় উচ্চ রক্তচাপ (Hypertension), রক্তের সুগার (DM), রক্তের চর্বি নিয়ন্ত্রণ (blood lipids), তাহলে এরোবিক এক্সারসাইজই বেশী উপকারী এনএরোবিক এক্সারসাইজ এর তুলনায়। দুইটায় পাশাপাশি করলে তো সোনায় সোহাগা!
দুই ধরণের ব্যায়ামের মধ্যে আরো পার্থক্য জানতে এই লেখাটি পড়তে পারেন।