You are viewing a single comment's thread from:

RE: লাইফ স্টাইল ।। হঠাৎ বন্ধু রিয়াদের নিমন্ত্রণ।।

in আমার বাংলা ব্লগ9 months ago

কেউ ইনভাইট করলে আমাদের চেস্টা থাকা উচিত সেই ইনভাইটেশান গ্রহণ করা। এসে পারস্পারিক সম্পর্ক ভাল থাকে। জেনে ভাল লাগল যে শুরুতে হেজিটেশান থাকলেও ফাইনালি আপনি আপনার বন্ধুর দাওয়াত গ্রহণ করেছিলেন।

সুন্দর একটা ছবি ধানের মাঠের।

ভাল থাকুন!


<ক্ষুদে স্বাস্থ্যবার্তা

সাধারণত দেখা যায় যে পুরুষের তুলনায় মহিলাদের বার বার প্রশ্রাবের ইনফেকশান (Recurrent UTI) হয়। কি কারন?

কারন গুলো হচ্ছেঃ

  • মেয়েদের পেশাবের রাস্তা লম্বায় ছোট। তাই ব্যাক্টেরিয়া সহজেই পেশাবের থলি বা আরো উপরে চলে যেতে পারে।
  • পেশাবের রাস্তার মুখ এবং পায়খানার রাস্তার মুখ কাছাকাছি। পায়খানার রাস্তার ব্যাক্টেরিয়াগুলো সহজেই পেশাবের রাস্তায় ঢুকে যায়।
  • পুরুষের প্রস্টেট থেকে একটা ফ্লুয়িড (Prostatic fluid) আসে যা ব্যাক্টেরিয়াকে ধবংস করতে সহায়তা করে। মেয়েদের এটা থাকে না।
  • শারীরিক মেলামেশার সময় মেয়ের পেশাবের রাস্তার কিছু ক্ষত হতে পারে যেখানে ব্যাক্টেরিয়াগুলো বাসা বাধে।