আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ15 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লা্হ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের সেই চঞ্চলতা ীফরিয়ে আনার চেষ্টা করছি, যদিও এটা খুব সহজেই হবে না। কারণ আমাদের মনে একটা কোন বিষয়ে সন্দেহ কিংবা অস্থিরতা প্রবেশ করতে পারলে সেটা আর সহজেই দূর হতে চায় না, বরং নতুন কোন চঞ্চলতা কিংবা সুখবর না আসলে সেখানে চঞ্চলতা ফিরিয়ে আনাটা খুবই কঠিন কাজ হয়ে যায়। আসলেই এটাই জীবন, কোন এক বিষয়ে যেমন অস্থিরতা তৈরী হয় ঠিক তেমনি আবার কোন এক বিষয়ে চঞ্চলতা ফিরে আসে।

তবে হ্যা, এখানে নানা কিছু ইস্যু হিসেবে কাজ করে যেখানে আমাদের নিজেদেরও একটা চরম ভূমিকা থাকে। চরম এই জন্য বললাম যে, বেশীর ভাগ ক্ষেত্রে সেই ইস্যুগুলো ভালো থাকে না বরং নেগেটিক কিছু হয়ে থাকে। আমরা মানুষ, চারপাশের নানা বিষয়ের প্রভাবে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করি। মাঝে মাঝে সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবভার সময়ও পাই না কিংবা চেষ্টাও করি না। এই কারণে পরবর্তীতে সেগুলো নিয়ে একটু বেশী হতাশায় ভোগি। হ্যা, এটাও হওয়াটা অস্বাভাবিক কিছু বলছি না আমি, বরং মাঝে মাঝে কিছু বিষয়ে চুপ থাকতে শেখাটা জরুরী আমাদের।

skyline-2084758_1280.jpg

দেখুন, যে বুঝের সে সবসময় শান্ত থাকে আর যে অবুঝের মানে প্রকৃত বিষয়টি খুব সহজে বুঝতে অক্ষম সে সর্বদা হৈ চৈ এর মাঝেই থাকবে। এখন কথা হলো আমরা কেন শান্ত থাকার বিষয়টি শিখছি না, কেন আমরা সেটা করতে পারি না, কারণ আমাদের মগজে পানি কম তাই খুব সহজে যে কোন ঘটনা আমাদের মাথাকে গরম করে দেয়, আমরা অতিরিক্ত উৎসাহী কিংবা হতাশায় আক্রান্ত হয়ে যাই, নিজের লাভক্ষতির বিষয়টি ঠিক মতো হিসেব করতে পারি না, যার ফলশ্রুতিতেই এমন হৈ চৈ কিংবা রেগে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেই।

ছোটবেলায় আমার এক শিক্ষক বলেছিলেন, যে বুঝার সে চোখের ইশারায়ই বুঝে ফেলে আর যে না বুঝার তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেও সে বুঝতে পারে না। প্রকৃতপক্ষে এটাই সত্য কথা, বুঝের মানুষ লরে কম আর অবুঝের মানুষ লাফায় বেশী। বাস্তবতায় আমরা কোন শিক্ষা নেই না, যেমন ধরেন আমাদের বাড়ীর বউ কিছু বলার আগেই ছেদবেদ করে উঠে, হৈ চৈ করা শুরু করে দেয়। কিন্তু প্রকৃত বিষয় জানার চেষ্টা করে না, বুঝতে চেষ্টা করে না যে ঘটনাটার আড়ালেও অনেক কিছু থাকতে পারে। এটা একটা জলজ্যান্ত উদাহরণ দিলাম ছোট করে হি হি হি।

যে কোন ক্ষেত্রে প্রথমে সেটাকে বুঝতে হবে, প্রয়োজনে সেখানে সময় নিতে হবে কিন্তু তবুও হুট করে তাৎক্ষনিকভাবে কিছু করা যাবে না বরং তার আগে পরে চিন্তা করে, বাস্তবতার বিষয়টি বুঝে তারপর মতামত প্রকাশ করতে হবে। জ্ঞানী না হলেও সেটার ভান করতে হবে, কারণ অপেক্ষার সাথে সাথে সময় যেমন এগিয়ে যায় ঠিক তেমনি চারপাশের অনেক কিছুই স্পষ্ট করে দেয়। অবুঝের মতো হৈ চৈ করে হয়তো পরিবেশ ঘোলা করা যায়, বউয়ের মতো ঝগড়া করে হয়তো সাময়িক সময়ের জন্য বিজয়ী হওয়া যায় কিন্তু আদতে সেটা হারার চেয়েও বেশী ক্ষতি করে দেয়, পরিবর্তন আসুক আমাদের ভাবনার মাঝে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png