আমার বাড়ির ছোট্ট সবজি বাগান - চালকুমড়া/জালিকুমড়া [ পর্ব-০৬ ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ব্যস্ততার সাথে সময়গুলোকে উপভোগ করার চেষ্টা করছি। যদিও বর্তমান পরিস্থিতিতে এটা একটা ভীষণ কঠিন কাজ কিন্তু তবুও আমাদের এই প্রচেষ্টায় গতিশীল থাকতে হবে। কারণ সময় কিংবা অসময় যেটাই চলে যায় সেটা আর ফেরত আসে না, যা যাওয়ার সেটা ঠিকই চলে যায়। সুতরাং চয়ে যাচ্ছে বা যাবে সেটা চিন্তা করে আমাদের বসে থাকার কোন সুযোগ নেই। কিন্তু যদি সুন্দর মানসিকতা নিয়ে এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে এগিয়ে যেত পারি তাহলে নিঃসন্দেহে সেটা আমাদের জন্য উত্তম কিছু হবে।
অবশ্য কোন বিষয়ে যতটা সহজে আমরা সমাধান দিয়ে ফেলি বাস্তবে সেটা ততোটা সহজ বিষয় না বরং অনেক বেশী কঠিন ও দুঃসাধ্য হয়ে থাকে। দুনিয়াতে সব কিছুই কঠিন প্রচেষ্টার মাধ্যমে হাসিল করতে হয়, কোন কিছুই এমনি এমনি হয়ে যায় না। আর সেখানে আপনি কিংবা আমি কেউ একা নই বরং অসংখ্য মানুষ আমাদের চারপাশে থাকে এবং তারা প্রত্যেকেই আমাদের প্রতিযোগী। সকলের মাঝ দিয়েই আমাদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়। যাইহোক, পরিবেশ কিংবা পরিস্থিতি যদি আমরা স্বাভাবিক রাখতে পারি তাহলে হয়তো প্রতিযোগিতায় টিকে থাকা আমাদের জন্য সহজ হয়ে যায়।
আর এই স্বাভাবিক অবস্থাটা তখনই আসবে যখন মন ও হৃদয় সুন্দর ও সতেজ থাকবে। সেটাও কিন্তু আপনা আপনি হয়ে যায় না বরং সেখানেও একটু প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়। প্রকৃতির সান্নিধ্য কিংবা প্রকৃতির মাঝে অবস্থান নিঃসন্দেহে আপনাকে সেই সুযোগটা তৈরী করে দিবে। যেমন সবুজ বাগান থাকলে বাড়িতে সেটা অনেক বেশী সহজসাধ্য হয়ে যায়। আমি সেই সুযোগটাই নেয়ার চেষ্টা করি ক্রমাগতভাবে। যেমন আজকে আপনাদের সাথে সবজি বাগানের চালকুমড়ার কিছু দৃশ্য শেয়ার করবো। সেগুলো বেড়ে উঠার ক্রমাগত ধাপগুলো উপস্থাপন করবো।
এখানে এর আগে লাউগাছ ছিলো, সেগুলোকে কেটে নতুন করে চালকুমড়ার বীজ বপন করেছি। তারপর সময়ের সাথে সাথে অপেক্ষা এবং পরিচর্যায় সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছগুলো। এবার অবশ্য সেই মাচার দুই পাশে চালকুমড়ার বীজ বপন করেছি, যাতে সুযোগটা মিস না হয়ে যায়। অবশ্য দুই পাশেই চারাগাছগুলো দারুণভাবে বেড়ে উঠেছে। তারপর নিয়মিত পানি দেয়া এবং আগাছা পরিস্কার করে সেগুলোকে মাচায় উঠার ব্যবস্থা করে দিয়েছি। গাছগুলো এখনো অতো বেশী বড় হয় নাই, তবে আমি বেশ আশাবাদী এবারো ভালো ফলন পাওয়ার।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@hafizullah, excellent post! It's wonderful to see your vegetable garden thriving. The chalkumra (white pumpkin) looks fantastic, and your photos beautifully capture its growth process. I appreciate how you've linked gardening with a positive mindset and overcoming life's challenges. Your words about the importance of perseverance and maintaining a healthy mind are truly inspiring. Thank you for sharing these insights and the lovely images of your garden. Keep up the great work and all the best for a bountiful harvest! I'm eager to see more updates from your garden.