আবেগের কবিতা || তুমি হৃদয়ের আলোড়ন || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ14 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে প্রকৃতির বিশুদ্ধতার রূপ উপভোগ করছি। সত্যি বলতে বৃষ্টিপাতের সময়টায় প্রকৃতি এবং চারপাশটা কিন্তু অধিক বিশুদ্ধ থাকে। যদিও আমাদের অভিজ্ঞতা ভিন্ন কিছু বলে, কারণ আমাদের চারপাশটা পানিতে কিংবা কাদায় পরিপূর্ণ হয়ে যায়। যার কারণে হয়তো আমি প্রকৃতির শীতলতা এবং বিশুদ্ধতার বিষয়টি বুঝতে পারি না। কিন্তু সাধারণ সময়ে আমাদের চারপাশের পরিবেশটা যত বেশী দূষিত থাকে, বৃষ্টিপাতের সময় ঠিক তার উল্টোটা হয়ে থাকে। বায়ুতে থাকা খুব সূক্ষ্ম কঠিন বা তরল কণাগুলি দ্রুত হারিয়ে যায় চমৎকারভাবে, যা হয়তো আমরা কল্পনা করতে পারবো না।

বৃষ্টির কারণে চারপাশের দূষিত অণুকণাগুলো সরে যায়, যা স্বাভাবিক কারণে হয়তো আমরা দেখতে পারি না কিন্তু বৃষ্টিপাতের কারণে সেগুলো নিমিষেই দূর হয়ে যায়, হৃদয়ে মাঝে যেমন একটা শীতলতার আবহ তৈরী হয় ঠিক তেমনি প্রকৃতির চারপাশে দারুণ স্বস্তিকর একটা পরিবশে তৈরী হয়। যাইহোক, বৃষ্টিময় প্রকৃতিতে হৃদয়ের চঞ্চলতা আরো বেড়ে যায়, ব্যাকুলতার একটা স্পন্দন তৈরী হয়, কারো প্রকৃতি আসক্তি কিংবা অনুভূতি বেড়ে যায়। ভালোবাসার আবেগের অনুভূতিগুলোকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, বৃষ্টিময় পরিবেশ নিয়ে লেখা আজকের কবিতায়, চলুন পড়ে দেখি-

flower-with-leaf-4461056_1280.jpg

হৃদয়ে বইছে অস্থিরতার ঝড়
প্রশান্তির বারিধারা বড্ড প্রয়োজন,
উষ্ণতা মাখিয়ে চঞ্চলতার ঝড়
প্রশান্তির শীতলতার চলছে আয়োজন,
তুমি হৃদয়ের অস্থিরতা-শুষ্কতা বাড়াও
তুমি হৃদয়ের শীতলতা-স্নিগ্ধতায় ডুবাও।

হৃদয়ে জমা আছে যত ব্যথা
বলিতে না পারি তিক্ত কথা,
সময়ের সাথে পাল্টে যায় অনুভূতি
সম্পর্কের সাথে বন্দী থাকে আকুতি,
তুমি হৃদয়ের শিহরণ- পুলকিত করো
তুমি হৃদয়ের আলোড়ন- অস্থির রাখো।

হৃদয়ে বইছে চঞ্চলতার কম্পন
ভালোবাসার আড়ালে বিমূর্ত আয়োজন,
স্পন্দন ছড়িয়ে ব্যাকুলতার আকাংখা
নিস্তেজতা জড়িয়ে নীরবতার অসাড়তা,
তুমি হৃদয়ের স্পন্দন- বিচলতার ঢেউ
তুমি হৃদয়ের সন্তুষ্টি- ভালোবাসার কেউ।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@hafizullah, আপনার বৃষ্টি এবং প্রকৃতির বিশুদ্ধতা নিয়ে লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে! বৃষ্টির দিনে প্রকৃতির যে পরিবর্তন হয়, তা আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে "হৃদয়ে বইছে অস্থিরতার ঝড়, শান্তির বারিধারা বড্ড প্রয়োজন" এই লাইনগুলো মন ছুঁয়ে যায়।

আপনার লেখার মধ্যে প্রকৃতির প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে, তা সত্যি অসাধারণ। যারা প্রকৃতি ভালোবাসে, তাদের কাছে এই কবিতাটি খুবই ভালো লাগবে।

আপনার কবিতা লেখার ধরণটিও খুব সহজ সরল, যা পাঠকের মনে সহজেই জায়গা করে নেয়। এমন সুন্দর একটি কবিতা লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অন্যান্য লেখার অপেক্ষায় রইলাম। Keep creating such beautiful content! 😊